আদালতের রায়েই ‘জনতার মেয়র’ ফিরেছে: ইশরাককে নিয়ে রিজভী

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ ফিরে পাওয়া নিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায়েই ঢাকা দক্ষিণের ‘জনতার মেয়র’ জনগণের কাতারে ফিরে এসেছেন।পাঁচ বছর আগে ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটের দিনের পরিস্থিতি তুলে ধরে পতিত সরকারের সমালোচনা করেছেন রিজভী।

শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলছিলেন রিজভী।

তিনি বলেন, “যখন নির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনি এজেন্টদের ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচনি প্রচারণার সময়ে বার বার আক্রমণ করা হচ্ছে এবং আমি নিজেও সেই আক্রমণের শিকার হয়েছিলাম, রক্তাক্ত করা হয়েছিলো আমাকে।

“সেই অবৈধ নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছিলেন। সেই মামলার ফলাফল এতদিন পরে পেয়েছেন। এই রায় অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন। ইনশাল্লাহ এই সুবিচারের মধ্য দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছেন।”

ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। গতবছর অগাস্টে আওয়ামী সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মত ঢাকার দুই মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়।

সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ভোট।

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক। এই মামলার ফল ইশরাকের পক্ষে এসেছে পাঁচ বছর পর।

‘হারি নাই, আমাকে হারানো হয়েছে’
ইশরাক হোসেন বলেন, “এই আইনি লড়াইটা সম্পন্ন করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম। তার মাধ্যমে যে, অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, এটা ভোট রিগিং করে মেয়র পদ দখল করেছিল, তার বিরুদ্ধে আমরা যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করাই ছিল আমাদের উদ্দেশ্য।

“একটি মহল এক বিষয়টি ফোকাস করছে না। তারা দেখাচ্ছে যে, আমরা বিএনপি মেয়র পদে যাচ্ছেন। কিন্তু আমরা যে আইনি দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটা তারা বলছে না, আমরা যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছি সেটা কিন্তু বলা হচ্ছে না।"
 
ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে ইশরাক বলেন, “আমি দীর্ঘ প্রায় ৫ বছর আইনি লড়াই করার পর আদালতের এই রায় পেয়েছি।এখন দলের হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা নেব।”
মামলার পর ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার নিয়ম থাকলেও ইশরাকের ক্ষেত্রে সময় লাগল পাঁচ বছর।

তিনি বলেন, “মামলাটি ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটাকে বাধাগ্রস্ত করে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস (ফজলে নূর তাপস) তিনি এই মামলা বাতিলের জন্য আদালতের ওপর চাপ দেন এবং মামলা বাতিল করার জন্য হাইকোর্টে আবেদন করে মামলার শুনানি বন্ধ করে রাখেন।”“পরবর্তীতে ৫ অগাস্টের পর আদালত শুনানি করে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আমি রায় পাই।"

ইশরাকের কথায়, বিএনপি সদস্য বলে যদি তার ন্যায়বিচার প্রাপ্তিকে বিতর্কিত করা হয় তাহলে সেটার বিচার জনগণই করবে।জাতীয়তাবাদী রিকশা ভ্যান, অটোচালক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
‘এখনো শ্রমিকরা বেতন-বোনাস পায়নি কেন’

রিজভী বলেন, “এখনো ১২২টা গার্মেন্টেসের শ্রমিকরা কেন বেতন পায় না এটা একটা বড় প্রশ্ন। প্রায় অর্ধশতাধিক গার্মেন্টস তারা বোনাস পায়নি কেন।

“ সরকার হচ্ছে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজোঁ অফিসারের ভূমিকা পালন করেন। এই জিনিসগুলোর দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। একজন শ্রমিক যদি না খেয়ে থাকে, ঈদের আগে সে যদি বেতন না পায় তাহলে শ্রমিকদের পরিবার তাহলে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। এটা সরকারের দেখা উচিত ছিল।"

নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন রিজভী।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ।একেক সময় এককটা কথা, এখানে তো শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মিল পাওয়া যায়। কেনো এটা হবে?”

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ও জাতীয়তাবাদী রিক্স,ভ্যান অটো চালক দলের প্রধান আরিফুর রহমান তুষার বক্তব্য রাখেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025