অস্ট্রেলিয়ায় নির্বাচন ৩ মে, লেবার-লিবারেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারের ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে একাধিক জনমত জরিপে ধারণাও পাওয়া গেছে।

সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো লেবার পার্টির নেতা, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউজ থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের এ তারিখ ঘোষণা করেন।

দেশটিতে প্রতি তিন বছর পর পর নিম্নকক্ষের ভোট হয়, তাতেই ঠিক হয়- কারা সরকার চালাবেন।

বিবিসি লিখেছে, বিভিন্ন জনমত জরিপে দেশটির দুই প্রধান দলের মধ্যে খুব সামান্য ব্যবধান দেখা যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে যে কোনো দলের ১৫০টি আসনের মধ্যে অন্তত ৭৬টি জিততে হবে।

কোনো দলই তা না করতে পারলে গড়তে হবে জোট সরকার। এবার সে সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বড় দলগুলোকে ছোট ছোট দল ও স্বতন্ত্র এমপিদের সঙ্গে কাজ করতে হবে। গতবার ছোট দলগুলো এবং স্বতন্ত্র এমপিরা মিলে যে ভোট পেয়েছিলেন, তা অনেককেই চমকে দিয়েছে।

এবারের নির্বাচনী প্রচারণায় জীবনযাপনের ব্যয় নিয়ে আলোচনাই প্রাধান্য বিস্তার করবে বলে মনে হচ্ছে। লেবাররা যদি শেষ পর্যন্ত হেরেই যায়, তাহলে তারাই হবে প্রায় এক শতকের মধ্যে প্রথম কোনো সরকার যারা এক মেয়াদের পরই গদি হারাল।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আলবানিজ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে তার করা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিনামূল্যে আরও স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের ঋণ মওকুফ ও কর কমানোসহ নানান পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের জয় মানে দেশ একধাপ পিছিয়ে যাওয়া।

অন্যদিকে লিবারেল-ন্যাশনাল জোটের নেতা ডাটন বলেছেন, অস্ট্রেলিয়া আরও তিন বছর লেবার সরকার রাখার মতো অবস্থায় নেই।
“যে প্রশ্ন অস্ট্রেলিয়ার প্রতিটি নাগরিকের করা দরকার, তা হচ্ছে- আমাদের দেশ কি তিন বছর আগের তুলনায় ভালো আছে? লেবার পার্টির বাজে সব সিদ্ধান্তের কারণে অস্ট্রেলীয়দের এখন খুবই খারাপ সময় যাচ্ছে, তাদের সাহায্য দরকার,” বলেছেন তিনি।

তিন বছর আগের নির্বাচনে আলবানিজের দল লিবারেল-ন্যাশনালদের হারিয়েই ক্ষমতায় বসেছিল। আগের ৮ বছরে ৬ বার প্রধানমন্ত্রী বদলানো অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে যে উত্থান-পতন দেখা যাচ্ছিল, আলবানিজের সময়ে এসে তা খানিকটা থিতু হয়।

এবারের নির্বাচনে আগের চেয়ে ভালো করার ব্যাপারে আশাবাদী পরিবেশবাদী দল অস্ট্রেলিয়ান গ্রিনস, গত নির্বাচনে তারা রেকর্ড আসন জিতেছিল।
বাড়িঘরের খরচ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের পাশাপাশি স্বাস্থ্যসেবা, অভিবাসীর চাপ, বাড়তে থাকা অপরাধ কমানো- এ সবই এবার ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আলবানিজের সরকার দূষণ কমাতে সাহসী কিছু পদক্ষেপ নিলেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এনে দিতে পারেনি; বৈশ্বিক অর্থনৈতিক দুরাবস্থায় বাড়তে থাকা মূল্যস্ফীতিও তার সরকারের জনপ্রিয়তা কমাতে বড় ভূমিকা রেখেছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আগামী বছরের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা Jul 13, 2025
img
ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ Jul 13, 2025
প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত Jul 13, 2025
যে আমল করলে মৃত্যুর পর সওয়াব পাবেন | ইসলামিক জ্ঞান Jul 13, 2025
সাকিবের জন্য দরজা খোলা, কিন্তু দেশের বাস্তবতা কি তাকে ফিরতে দেবে? Jul 13, 2025
ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন ইতালি এবার প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে Jul 13, 2025
জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ, ছয় জেনারেলের ওপর নজর দুদকের Jul 13, 2025
img
কিছু রাজনৈতিক দল শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম Jul 13, 2025
img
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩ Jul 13, 2025
img
জেনেলিয়ার চোখে ‘সিতারে জামিন পার’-এর সাফল্য কেমন? Jul 13, 2025
img
থিয়েটার নয়, ওটিটিতেই আসছে জন আব্রাহামের ‘তেহরান’ Jul 13, 2025
img
ত্রিদেশীয় সিরিজে ডাক পেলেন কনওয়ে, ছিটকে গেলেন ফিন অ্যালেন Jul 13, 2025
img
রোনালদো রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন! Jul 13, 2025
img
যাকে দেখতে গিয়েছিলাম, তাকেই বিয়ে করেছি : জোভান Jul 13, 2025
img
এক সিনেমায় চার আল্লু অর্জুন, অ্যাটলির ছবিতে চমক Jul 13, 2025
img
মেসির অনন্য কীর্তি, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল Jul 13, 2025
img
ইসির প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ চায় এনসিপি Jul 13, 2025
img
আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতেও চাই না : অপু বিশ্বাস Jul 13, 2025
img
চিহ্নিত অপরাধী ধরতে এখন থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 13, 2025
img
মিটফোর্ডের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ Jul 13, 2025