কত টাকায় শাকিব খানের ‘বরবাদ’ নিচ্ছে হল মালিকরা

সব অনিশ্চয়তা কাটিয়ে মুক্তির তালিকায় এখন আলোচিত নাম দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। এই সিনেমা নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে প্রযোজক ও কলাকুশলীদের। জানা যায়, ইতিমধ্যে বুকিং মানি নিয়ে সিনেমাটির মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করছেন প্রযোজক। সেখানে এবারও সর্বোচ্চ বুকিং মানি নিয়ে এগিয়ে রয়েছে সিনেমাটি। সেটি কত লাখ টাকা, সিনেমাটির প্রযোজকের মুখেই শুনি।

সিনেমার প্রযোজক শাহরিন আক্তার গণ মাধ্যমকে জানান, সিনেমাটি ইতিমধ্যে প্রায় ১০০ সিনেমা হলে মুক্তির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। তবে এই সংখ্যা কিছু কমলেও পুরো হলের সংখ্যা আরও বাড়বে বলে জানান এই প্রযোজক। দু–এক দিনের মধ্যে এটা চূড়ান্ত করবেন।

প্রযোজক বলেন, ‘এখন ঈদে সিনেমা হল কম। আমাদের তো যত হল আছে, সব হলে দিলেই ব্যবসায়িকভাবে লাভবান হব। কিন্তু এটা তো আর সম্ভব না। যৌক্তিকভাবেও ঠিক না। আরও সিনেমা রয়েছে, সব সিনেমার জন্যই তো সুযোগ দরকার। তবে এটা নিশ্চিত শতাধিক সিনেমা হলে আমরা যাব।’
 
এদিকে শোনা যাচ্ছে ‘বরবাদ’ সিনেমার বুকিং মানি শাকিব খানের আগের সিনেমার চেয়েও এগিয়ে। বলা যায়, ঈদ সিনেমার বুকিং মানিতে এবার রেকর্ড গড়ছে এই ঢালিউড তারকার সিনেমা। সিনেমা হলপ্রতি কত টাকা বুকিং মানি নিচ্ছেন—এমন প্রশ্নে প্রযোজক বলেন, ‘এখন সব সিনেমা হল থেকে তো একই অর্থ নেওয়ার সুযোগ নেই। কিছু হল ছোট, কিছু বড়। এ ছাড়া দীর্ঘ সময় সিনেমার ভালো ব্যবসা নেই। সেই কারণে আমরা নির্দিষ্ট একটা অঙ্ক ধরে ছোট-বড় হলগুলোর কাছ থেকে আলাদা বুকিং মানি নিচ্ছি।’

ঈদের সিনেমার সপ্তাহ হিসেবে এই অর্থ ঢালিউডের অন্য যেকোনো ঈদের সিনেমার চেয়ে অনেক বেশি। এর কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সিনেমাটি নিয়ে হলমালিকদের চাহিদা অনেক বেশি। কারণ, তারা আশা করছেন, শাকিব খান সিনেমাটি তাদের কয়েক মাসের লোকসান পুষিয়ে দেবে। যে কারণে বড় অঙ্কের অর্থ দিয়েও সিনেমাটি নিচ্ছেন অনেকে। প্রযোজক বলেন, ‘আমরা বড় সিনেমা হলগুলোর কাছ থেকে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ লাখ টাকা বুকিং মানি নিচ্ছি।’
 
কেউ কেউ বলছেন বুকিং মানি থেকে সিনেমার ৫০ ভাগ লগ্নি আগেই উঠে গেছে। এ প্রসঙ্গে প্রযোজক জানান, সিনেমাটির বুকিং মানি দিয়ে বাজেটের অর্ধেক অর্থ উঠিয়ে আনা খুবই কঠিন। ‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। তিনি হৃদয় নামেই পরিচিত। সিনেমা শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল।

উল্লেখ্য, এর আগে প্রযোজনা সূত্রে জানা গিয়েছিল ‘তুফান’ সিনেমার বুকিং মানি সর্বোচ্চ ৭ থেকে ১২ লাখ টাকার কথা। এটাই ছিল সর্বোচ্চ। তবে সেই সময় কেউ কেউ ১৫ লাখ টাকা বুকিং মানির কথাও জানিয়েছিলেন। এ সম্পর্কে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো তথ্য পরে দেয়নি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025