আইপিএলের তরুণরাও হারাতে পারবে পাকিস্তানকে : কামরান আকমাল

একটা সময় এসেছিল যখন পাকিস্তান দলের উত্থান দেখতে পেয়েছিলেন অনেকে। দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা সাদাব খানদের অন্তর্ভুক্তিতে বিশ্ব ক্রিকেটে আবারও নিজেদের জানান দেওয়ার অপেক্ষায় ছিল পাকিস্তান। তবে সেই দলটাই এখন নিজেদেরকে হারিয়ে বসেছে।

বাবর-রিজওয়ানরা ছিটকে গেছেন টি-টোয়েন্টি দল থেকে। তাদের নিয়ে পাকিস্তানের সাবেকরা করছেন কড়া সমালোচনা। এবার তাতে যোগ দিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমাল।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই পাকিস্তান ক্রিকেটকে নিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা বেশি থাকলেও তার পূরণ হয়নি এক ভাগও। এরপর দলকে সাজানো হয় নতুনভাবে। তবে তাতে লাভ হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এর ব্যবধানে হেরেছে সালমান আগার দল। আর তাতেই ক্ষেপেছেন কামরান আকমল। পাকিস্তান দলকে দেখে লোকাল দল মনে হচ্ছে বলেও জানান তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের দলকে লোকাল টিম মনে হয়। এটা খুবই লজ্জাজনক পারফরম্যান্স ছিল। আইপিএলের দিকে তাকান। যদি সেখানে তরুণরাও এই পাকিস্তান দলের বিপক্ষে খেলে তাহলে তারা নিশ্চিত সিরিজ জিতবে। ভারত সব ম্যাচ জেতে কারণ তারা মেধার মাপকাঠিতে দল গড়ে। আর পাকিস্তানে দল গড়া হয় প্রিয় ক্রিকেটারদের দিয়ে।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচ বাদে আর কোনো ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। ৪ ম্যাচই হেরেছে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। টি-টোয়েন্টি সিরিজের হতাশা ভুলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে সালমানের দল।

আরএ/টিএ

Share this news on: