ঈদ উপলক্ষ্যে এই মুহূর্তে একে-অপরকে নানান উপহারসামগ্রী দিচ্ছেন আপনজনরা। ঠিক তেমনি এক ‘উপলক্ষ্য’ সামনে রেখে নোভাক জোকোভিচকে যেন ‘উপহার’ দিলেন লিওনেল মেসি।
আজ রাতে মায়ামি ওপেনের ফাইনাল খেলতে নামার আগে সার্বিয়ান তারকাকে নিজের গোল উৎসর্গ করেছেন মেসি। শুধু গোলই উৎসর্গ করে থামেননি, সঙ্গে জোকোভিচের শক্তিশালী ফোরহ্যান্ড শটও উদযাপন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
সকালে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নেমে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দারুণ এক গোল করেছেন মেসি। সেটিও বদলি হয়ে মাঠে নামার দুই মিনিটের মাথায়। ৫৭ মিনিটে তার করা গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। পরে ২-১ গোলের জয়ে সতীর্থদের সঙ্গে হাসিমুখে মাঠ ছাড়েন তিনি।
তবে মাঠ ছাড়ার সময়ের চেয়ে মুখে হাসিটা বেশি লেগেছিল গোলের উদযাপনের সময়ই। সতীর্থ লুইস সুয়ারেজের পাস ধরে বলকে ডি-বক্সে ইন-আউট করার পর ডান পায়ে নিচু শট নেন। ডান প্রান্ত থেকে তার নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে জড়ালে দুই হাত তুলে সহজাত উদযাপন করেন। কিছুক্ষণ পর অ্যাসিস্টকারী সুয়ারেজ যোগ দেন।পরে এক এক করে অন্য সতীর্থরাও।
সতীর্থদের সঙ্গে গোলের আনন্দ ভাগ করার পরেই জোকোভিচের মতো করে ফোরহ্যান্ডের শট উদযাপন করেন মেসি। গতকালই যে পরিবারসহ পুরুষ এককে টেনিসের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ীর সেমিফাইনাল দেখতে গিয়েছিলেন হার্ড রক স্টেডিয়ামে। তাতে গ্রিগর দিমিত্রভকে ৬–২, ৬–৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। মেসি তার খেলা দেখতে আসায় পরে গর্ববোধ করেছেন জোকোভিচ।
আজ রাতের ফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ইয়াকুব মেনসিক। এমন উদযাপন করে যেন ফাইনালের আগে বন্ধু জোকোভিচকে উজ্জ্বীবিতই করলেন মেসি।
এফপি/এস এন