ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। তবে, গত ১৬-১৭ বছর ধরে জনগণ সেই ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার সকালে লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাঁ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, আজকের দিনটি খুশির দিন, আনন্দের দিন। কিন্তু বিগত ১৬-১৭ বছর আমরা সেই আনন্দ অনুভব করতে পারিনি। তবে, এবার দেশের জনগণের আন্তরিকতা ও সহযোগিতার ফলে আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছি।
তিনি আরও বলেন, আজকের এই আনন্দ আমাদের মধ্যে ধরে রাখতে হবে। এ জন্য দরকার সুদৃঢ় ঐক্য। একতাই আমাদের শক্তি, যা আমাদের ভবিষ্যৎ দিনগুলোতে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দেবে। আমি বিশ্বাস করি, আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল নেতা জিদান চৌধুরীসহ আরও অনেকে।
এবারের ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ আনন্দের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এ কামনায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির এই নেতা।
এসএন