সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় জাতীয় দলের দুই তারকা ফুটবলার সবার মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বাফুফের প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ইনশা-আল্লাহ, শিগগিরই দেখা হবে।’অন্যদিকে, অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।’
পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের এই তারকারা। পাশাপাশি তারা ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। হামজা বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন এবং জামাল রয়েছেন ডেনমার্কে। সেখান থেকেই যুক্ত হয়েছেন দেশের মানুষের সাথে। পাশাপাশি ঈদ উপলক্ষে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের অন্য খেলোয়াড়রা এখন আছেন ছুটিতে। পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন সবাই।
এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সি পরেন হামজা দেওয়ান চৌধুরী। স্কোর গোলশূন্য থাকলেও শুরুতেই আলো ছড়িয়েছেন হামজা। ওই ম্যাচের একাদশে ছিলেন না জামাল।
এরপর ২৭ মার্চ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়েন হামজা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে ১০ জুন ঢাকায়। ওই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার।
এফপি/এস এন