বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল আজ জীবনের কঠিনতম ৪টি দিন কাটিয়ে অবশেষে বাসায় ফিরেছেন। ২৪ মার্চ বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর তিনি দুই দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আজ বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট করেছেন, যাতে তিনি তার পাশে থাকা সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

তামিম তার পোস্টে লেখেন:
‘আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়। উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনুভব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত।’

তিনি আরও লিখেছেন, বিকেএসপিতে অসুস্থতার সময় যে সকল মানুষ তাকে সাহায্য করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে তার ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইকে, যিনি সঠিকভাবে সিপিআর প্রদান না করলে তাকে বাঁচানো সম্ভব হতো না।

তামিম কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ এবং তার দক্ষ চিকিৎসক দলকেও ধন্যবাদ জানিয়েছেন, যাদের পেশাদারিত্ব ও আন্তরিকতায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

তিনি লিখেছেন, “দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতা ফুটে উঠেছে তাতে। দেশের বিভিন্ন অঞ্চলে যদি এমন হাসপাতাল আরও থাকে, অনেক মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারে।”

পোস্টের শেষে তিনি তার পূর্ণ সুস্থতা কামনা করে সবার প্রার্থনায় থাকার আহ্বান জানান এবং সবার জীবনের শান্তি ও সুন্দরতা কামনা করেন।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025