পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের হামলার ঘটনায় সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এই হামলা ঘটে। হামলায় আহতদের মধ্যে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয়রা রয়েছেন।
তাদের অভিযোগ, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এসএস