রোহিত-কোহলির পাশে দাঁড়ালেন যোগরাজ সিং

রোহিত শর্মার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে, ইংল্যান্ড সফরের আগে হঠাৎ এই সিদ্ধান্ত অনেকের জন্যই বিস্ময়কর। যদিও তিনি বর্ডার-গাভাস্কার ট্রফিতে রান পাওয়াকে কারণ হিসেবে দেখিয়েছেন, তবে অনেকেই মনে করছেন, এটা তার ওপর বোর্ডের চাপের ফলাফল।

এই পরিস্থিতিতে রোহিতের পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং, যিনি বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তিনি বলেন,
"কিছু লোক সব সময় রোহিত ও কোহলিকে বাদ দেওয়ার জন্য তৈরি থাকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বলে বাদ দেওয়া হবে?"

যোগরাজ আরও বলেন, যদি তাকে ভারতের কোচ বানানো হয়, তাহলে তিনি এই দলকে কয়েক বছরের জন্য অপ্রতিরোধ্য করে তুলবেন। তিনি রোহিতকে কঠোর ফিটনেস ট্রেনিং করানোর কথা বলেছেন এবং তাকে ২০ কিলোমিটার দৌড়ানোর পরামর্শ দিয়েছেন।

এদিকে, বিসিসিআই আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ে বসছে রোহিতের বিকল্প খুঁজতে। সম্ভাব্য নতুন অধিনায়কদের তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া ও শুভমান গিলের মতো খেলোয়াড়রা।

এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে নানা মত রয়েছে। কেউ বলছেন, রোহিতকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল, আবার কেউ মনে করছেন নতুন নেতৃত্বের প্রয়োজন। বোর্ড মিটিংয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।


এসএস

Share this news on: