ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিশ্চিন্তে মাঠে থাকছে ১৫ হাজার পুলিশ

ঈদ উদযাপনে টানা ৯ দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ দমনে মাঠে থাকছে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।

রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হচ্ছে। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া ‘অক্সিলিয়ারি ফোর্স’।


আজ শনিবার (২৯ মার্চ) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। তবে স্বাধীনতা দিবস, শবে কদরের ছুটি থাকায় শেকড়ের টানে আগেই অনেকে ঢাকা ছেড়েছেন। এরইমধ্যে রাজধানী অনেকটাই ফাঁকা হয়েছে গেছে। সড়কেও গাড়ির চাপ কম।

এবারের লম্বা ছুটিতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধরোধে ঈদের আগে ও পরে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

ডিএমপি জানিয়েছে, ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো হবে। বাস টার্মিনাল, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হবে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে বিশেষ টিম মাঠে থাকবে। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ১৫ হাজার পুলিশ সদস্য। যেকোনো প্রয়োজনে ফোন দেয়া যাবে ত্রিপল নাইনে।

২৭ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরে দিনে-রাতে মিলিয়ে ৬৬৭টি টহল টিম পরিচালিত হয়। নিরাপত্তার প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়ানো হবে। সেইসঙ্গে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করবে। যাতে অপরাধীরা অপরাধ করার সাহস না পায়। ঢাকাবাসী এবারের ঈদ নিশ্চিন্তে কাটাতে পারবেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার Apr 02, 2025
img
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন Apr 02, 2025
img
সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব Apr 02, 2025
img
নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো Apr 02, 2025
img
ভুল ইংরেজি বলে ফের সমালোচনায় নায়িকা শুভশ্রী Apr 02, 2025
img
চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮ Apr 02, 2025
img
মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র Apr 02, 2025
img
মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা Apr 02, 2025
img
নেই গরম কমার লক্ষণ, ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ Apr 02, 2025
img
হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট, আছেন নিবিড় পর্যবেক্ষণে Apr 02, 2025