ঈদের আগে ঝড় তুলল শাকিব-নুসরতের ‘চাঁদমামা’

গতবছর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘তুফান’ তুলে অনুরাগীদের মন ‘উরা ধুরা’ করে দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এবারের ইদে আগুন জ্বালিয়ে দিলেন তাঁর ‘বোনুয়া’ নুসরত জাহান। শাকিবের জন্মদিন উপলক্ষে অবশেষে মুক্তি পেল বহুপ্রতীক্ষিত ‘চাঁদমামা’ গানটি। আর সেই মিউজিক ভিডিও দেখেই তোলপাড় দুই বাংলা। 

২৮ মার্চ ছিল শাকিবের জন্মদিন, অন্যদিকে ৩১ মার্চ ঈদ। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে দিন দুয়েক আগেই আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এসেছিলেন নির্মাতারা। এবার গোটা মিউজিক ভিডিও দেখে আগুন সারাবাংলায়। অনুরাগীদের মন্তব্য, ‘ঈদের ষোলো কলা পূর্ণ!’ এদিকে নুসরত জাহানের সঙ্গে শাকিবের রোম্যান্স দেখে ‘তুফান’-এর তুলনা টেনেছেন অনেকে। কেউ বা আবার ‘পুষ্পা ২’ ছবির ‘কিশিক’ গানটির প্রসঙ্গও তুলেছেন। 

অনুরাগীদের একাংশ বলছে, ‘এই গান সব রেকর্ড ভেঙে ফেলবে।’ আরেক পক্ষের মত, ‘অতই সহজ? শাকিব-মিমির উরা ধুরা গানটি গতবছর থেকেই ইউটিউবে ট্রেন্ডিং তালিকার প্রথম পাঁচে থাকছে।’ সবমিলিয়ে ‘চাঁদমামা’ নিয়ে সরগরম অনুরাগীমহল। তবে নুসরত জাহানের ‘চাঁদমামা’ মিমির ‘উরা ধুরা’কে টেক্কা দিতে পারবে কিনা? সেটা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে মুম্বইয়ে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’।

এসএম/এসএন

Share this news on: