উইকেটের পেয়ে উদযাপন, আইপিএলে শাস্তির সঙ্গে ট্রোলের শিকার

ক্রিকেটে উদযাপনের ভিন্নধর্মী ধরণ নতুন কিছু নয়। প্রতিটি ক্রিকেটারের আনন্দ প্রকাশের নিজস্ব ভঙ্গি থাকে, যা অনেক সময় আলোচনার কেন্দ্রে চলে আসে। এমনই এক জনপ্রিয় উদযাপন ‘নোটবুক সেলিব্রেশন’, যেখানে উইকেট নেওয়ার পর হাতের তালুকে কাল্পনিক খাতা ধরে কলম চালানোর ভঙ্গি করা হয়। তবে আইপিএলে এই উদযাপন করেই শাস্তি ও ট্রোলের শিকার হয়েছেন দিগভেশ রাঠি।

গত মঙ্গলবার (২ এপ্রিল) লখনৌয়ের অটল বিহারি বাজপেয়ি একানা স্টেডিয়ামে স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয় পাঞ্জাব কিংসের। ম্যাচটিতে পরাজিত লখনৌয়ের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন স্পিনার দিগভেশ রাঠি। লেগ স্পিনে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি।

তার প্রথম উইকেট ছিল প্রিয়াংশ আর্য। পুল করতে গিয়ে টপ-এজ হয়ে ক্যাচ তুলে দেন পাঞ্জাবের ওপেনার। এরপরই নিজের ‘নোটবুক সেলিব্রেশন’ করেন দিগভেশ। আর এই উদযাপনের জন্যই বিসিসিআই তাকে জরিমানা করেছে।

দিগভেশকে শাস্তি দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবৃতিতে বলা হয়েছে, “লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগভেশ রাঠি আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।”

দিগভেশ আর্টিকেল ২.৫–এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন। তবে বিসিসিআই তার উদযাপনে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করেনি।

এর আগে, প্রিয়াংশ আউট হয়ে ফেরার সময় তার সামনে গিয়ে কাল্পনিকভাবে নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন দিগভেশ। এ ঘটনায় মাঠের আম্পায়াররা তার সঙ্গে কথা বলেন।

এই উদযাপন নিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও সমালোচনা করেছেন। ধারাভাষ্য দিতে গিয়ে গাভাস্কার বলেন, “আমি বুঝতে পারি, ব্যাটার ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে উদযাপন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে, আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।”

খেলায় প্রথমে ব্যাট করা লখনৌ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। নিকোলাস পুরান সর্বোচ্চ ৪৪ ও আয়ুশ বাদোনি ৪১ রান করেন। পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং ৩ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য দ্রুত আউট হলেও, পরবর্তী তিন ব্যাটার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। প্রভসিমরান সিং ৬৯, অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাজিত ৫২ ও নেহাল ওয়াধেরা ৪৩ রান করেন।

আরএ

Share this news on:

সর্বশেষ