পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তুরস্কের নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদুল ফিতর কেবল তুরস্কেই নয়, বরং বৃহত্তর ইসলামি বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বয়ে আনবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে ঈদ উদযাপন করছেন এসব দেশের মুসলিমরা।
তুর্কি সংবাদমাধ্যম তুর্কিয়ে টাইমসের প্রতিবেদন মতে, রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট এরদোয়ান। বার্তায় তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন এবং সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এরদোয়ান রমজান মাস সফলভাবে শেষ করার জন্য তুর্কি জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। রমজান মাসে সবাইকে সুস্থ রাখার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আশা প্রকাশ করে বলেন, ঈদুল ফিতর কেবল তুর্কিদের জন্যই নয়, বরং বৃহত্তর ইসলামি বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য শান্তি, সমৃদ্ধি ও ঐক্য বয়ে আনবে।
ঈদের বার্তায় এরদোয়ান এই রমজানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গাজায় গণহত্যার মুখে মানুষের সীমাহীন দুর্ভোগ ও যন্ত্রণার কথা স্মরণ করেন। তিনি বলেন, গাজায় চলমান গণহত্যা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিবেকবান যেকোনো ব্যক্তির হৃদয় ভেঙে দেবে।
তুরস্ক শুরু থেকেই গাজায় চলমান এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে আসছে এবং মানবিক সহায়তা প্রদান করছে। তবে পশ্চিমা বিশ্ব বরাবরই চোখ বুজে থেকেছে। এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের এই ব্যর্থতা নিপীড়কদেরকে আরও সাহসী করেছে, অন্যদিকে নিরীহদের আর্তনাদ বেড়েই চলেছে।
আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে এরদোয়ান বলেন, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ এটা সরাসরি তুরস্কের স্বার্থের সাথে সম্পর্কিত। বার্তায় তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় ঐক্য বজায় রাখার জন্য তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিশ্চিত করেন যে, তুরস্কের দক্ষিণ সীমান্তে অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ করা হবে।
এরদোগান ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক’ গড়ে তোলার জন্য তুরস্কের চলমান প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, তুর্কি রাষ্ট্র সন্ত্রাসী সংগঠনগুলো ধ্বংস করার জন্য জোর পদক্ষেপ নিয়েছে।
এমআর/এসএন