হুইলচেয়ারে বসে আইপিএলে কোচিং করাচ্ছেন দ্রাবিড়

দীর্ঘ দিন পর আইপিএলে কোচিং করাচ্ছেন রাহুল দ্রাবিড়। কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কোচিংয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি তার। আইপিএল শুরু হওয়ার আগে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পান তিনি। সেই চোট এখনও সেরে উঠেনি। তাই হুইলচেয়ারে বসেই কোচিং করাচ্ছেন।
 
রাজস্থানের আইপিএল প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে ক্রাচে ভর দিয়ে অথবা হুইলচেয়ারে বসে হাজির হতে দেখা গেছে দ্রাবিড়কে। এখনও ক্রাচের ভরসা ছাড়তে পারেননি তিনি।

চেন্নাই ম্যাচের আগে সাংবাদ সম্মেলনে এসে বলেছেন, 'ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সবাই আমার পাশে আছে। দুর্ভাগ্যবশত এই বয়সে ক্রিকেট খেলার ভাবনাটা ভালো ছিল না। তবে ঠিক আছে। এমনটা হতেই পারে।'
 
আইপিএলে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে তারা। আজ খেলবে চেন্নাইয়ের বিপক্ষে। তবে এখনই চিন্তা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন দ্রাবিড়।

তিনি বলেন, 'মাত্রই প্রতিযোগিতা শুরু হল। অনেক ইতিবাচক দিক রয়েছে। হায়দরাবাদের বিপক্ষে বাড়তি ২৫-৩০ রান দিয়ে ফেলেছিলাম। কলকাতার বিপক্ষে আরও ২৫-৩০ রান করা উচিত ছিল। তবে পরিস্থিতি বদলে দেওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।'


এমআর/এসএন


Share this news on: