খাদ্যে ভেজালকারীদের মৃত্যুদণ্ড চান নাসিম

খাদ্যে ভেজাল দেয়া অসাধু ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সংসদ ভবন প্রাঙ্গণে তরীকত ফেডারেশনের ইফতার অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি জানান তিনি।

১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসা হচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এই ভেজালকারীরা মানুষ রূপী নরপিশাচ। শুধু অর্থ দণ্ড নয়, ১৪ দলের পক্ষ থেকে আমরা দাবি করছি, এই ভেজালকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে। এদের কোনোভাবে ক্ষমা করা যেতে পারে না।’

খাবারে ভেজাল নিয়ে উদ্বেগ থেকে সম্প্রতি আদালতও সরকারকে এর বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করার আহ্বান জানিয়েছে।

খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াতকেও দায়ী করেন মোহাম্মদ নাসিম বলেন, ‘মানুষ পুড়িয়ে রাজনীতি করে, এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজালের ব্যবসা করা।’

ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on: