এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিতে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।
বোর্নমাউথের মাঠে ম্যাচের ১৪ মিনিটে আলিং হালান্ড পেনাল্টি মিস করার পর ২১ মিনিটে এভানিলসনের গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বিরতি পর্যন্ত সেই ব্যবধানই থাকে।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হালান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি।
স্বস্তির এ জয়েও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ থেকে উঠে যান হালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান।
সিটি কোচ গার্দিওলা বাধ্য হয়েই বদলি নামিয়ে তাকে তুলে নেন। ম্যাচে তখন ১–১ গোলের সমতা। প্রথমার্ধে পেনাল্টি মিস করা হালান্ডের চোট কতটা গুরুতর, ম্যাচ শেষে তার হালনাগাদ তথ্য জানাতে পারেননি গার্দিওলা। পেনাল্টি ছাড়াও প্রথমার্ধে গোলের দুটি স্পষ্ট সুযোগ নষ্ট করেন হালান্ড।
তার বদলি হিসেবে নামার তিন মিনিট পরই গোল করেন মিসর ফরোয়ার্ড মারমৌশ।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ৯ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। তাই এই মৌসুমে এফএ কাপ ট্রফিই একমাত্র সুযোগ সিটির।
এফপি/এস এন