বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। কিছুদিন ধরেই নানা ঘটনায় বারবার চর্চায় উঠে আসছে তার নাম। কয়েক মাস আগে পায়ে গুলি লাগে। শুধু তাই নয়, স্ত্রী সুনীতার নানা মন্তব্য ঘিরেও চলতে থাকে ডিভোর্স চর্চা।
এবার নানা ঘটনা সামলে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পূজা দিতে গিয়েছেন তিনি। মন্দিরের ভিতর প্রায় বিশ মিনিট ছিলেন। পূজা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। তিনি জানান, কিছুদিন আগে কী ভাবে তার পায়ে গুলি লেগেছিল।
জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া এবং তা কাটিয়ে ওঠার অভিজ্ঞতা ভাগ করে গোবিন্দ বলেন, ‘কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার পায়ে গুলি লেগেছিল। কিন্তু বাবা মহাকালের কৃপায় আমি নিরাপদে রয়েছি। আমি বসে ছিলাম।’
‘বন্দুকটি আচমকা কাছে রাখা ফাইলের উপর পড়ে যায় এবং হঠাৎ গুলি বেরিয়ে আসে। তবে গুলি আমার বুকে বা পেটে লাগতে পারত। কিন্তু ভাগ্যক্রমে এটি আমার পায়ের পাতার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এবং আমার হাঁটুতে আটকে যায়। মহাকালের কৃপায় আমি গুরুতর আঘাত থেকে বেঁচে গিয়েছে।’
তবে এটাই প্রথম নয়, এর আগেও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন গোবিন্দ। তার কথায়, ‘আমি এর আগেও অনেক গুরুতর দুর্ঘটনা থেকে বেঁচেছি। একবার আমি একটা বহুতলের বারান্দা থেকে পড়ে যাচ্ছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে গিয়েছি। আমি সকল সন্তানদের বলতে চাই, সবসময় তোমাদের পিতামাতার সেবা করো। তাতেই ঈশ্বরের আশীর্বাদ পাবে।’
এফপি/এস এন