বিয়ের পরে সোনাক্ষী-জাহিরের প্রথম ঈদ

বিয়ের পর একসঙ্গে প্রথম ইদ সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের। গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন তারকাজুটি। বিয়ের আগে সাত বছর সম্পর্কে ছিলেন তাঁরা। শোনা যায়, ভিন্‌ধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে বিয়েতে কোনও ধর্মীয় আচার ছিল না। আইনি মতে বিয়ে সারেন তাঁরা। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

তবে পরস্পরের ধর্মকে সম্মান জানান তাঁরা। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ইদ’ পালন করলেন যুগল। ইদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতো। অন্য দিকে, জ়াহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এই বেশেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তাঁরা। ছবিশিকারিদের একই সঙ্গে ইদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান তাঁরা।

কিছু দিন আগেই দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন? অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তাই তাঁর কথায়, “এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।”

২০২৪ সালের জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বাড়িতেই আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু প্রীতিভোজে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।

Share this news on:

সর্বশেষ

img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025
img
সিলেটে মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ Apr 02, 2025