ভাইরাল মোনালিসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতে মোনালিসা ভোঁসলে নামের এক তরুণীর মহাকুম্ভ স্নানের রূপে মুগ্ধ হয়েছিল সবাই। একজন সাদামাটা তরুনীর নীল চোখে ডুবেছিল ইন্টারনেট দুনিয়া। তুমুল ভাইরাল সেই মোনালিসাকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

তবে আজ সোমবার (৩১ মার্চ) ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন সেই পরিচালক। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ। যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকে তাঁর সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। ২০২১ সালে ১৭ জুন এই পরিচালক তাঁকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন, তিনি প্রথমে রাজি হননি।

কিন্তু সেই সময়ে পরিচালক তাঁকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেইল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকী, তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন রোজ। তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক।

মোনালিসাকে নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামের একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছিলেন সনোজ। কিন্তু এখন পরিচালকের গ্রেপ্তারিতে কোন দিকে মোড় নেবে ছবির ভবিষ্যৎ তা নিয়েই দ্বিধায় অনুরাগীরা। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সেই ভাইরাল কন্যা মোনালিসা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Apr 02, 2025
img
ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ: কংগ্রেস Apr 02, 2025
img
সৎ বাবার চাপে রাস্তায় ভিক্ষে করে কেটেছে শৈশব Apr 02, 2025
img
শিশুর পেটে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেল Apr 02, 2025
img
বিচ্ছেদ গুঞ্জন অতীত! Apr 02, 2025
img
যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি Apr 02, 2025
img
তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় এ্যানির দুঃখ প্রকাশ Apr 02, 2025
img
নতুন রাজনৈতিক দলটির নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন: নাছির Apr 02, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩ Apr 02, 2025
img
হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ Apr 02, 2025