দক্ষিণ এশিয়ার শেয়ারবাজারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), শ্রীলঙ্কার কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স) ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে।
সম্প্রতি কলম্বোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান উইরসেকারা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদসহ তিন স্টক এক্সচেঞ্জের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি অনুযায়ী, এই তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, ক্রস-এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে।
পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্ত:সীমান্ত তালিকাভুক্তির সুযোগ, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ সম্পর্কে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জগুলোর প্রযুক্তিগত এবং প্রক্রিয়াগত সীমাবদ্ধতা রয়েছে।
সম্পদের সীমাবদ্ধতার কারণে সম্ভাবনাময় এসব স্টক এক্সচেঞ্জ কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জনে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় মানবসম্পদ ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময় এবং প্রযুক্তিগত যৌথ বিনিয়োগের মাধ্যমে এক্সচেঞ্জগুলো নিজ নিজ দেশে দক্ষ ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হবে।
চুক্তিস্বাক্ষর ছাড়াও কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর শেয়ারবাজারের সম্ভাবনা অনুসন্ধানবিষয়ক এক প্যানেল আলোচনায়ও অংশ নেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।
এ সময় তিনি ডিএসইর কার্যক্রম, বাংলাদেশের পুঁজিবাজার এবং অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ডিমিউচুয়ালজেশন পরবর্তী অভিজ্ঞতা, পারস্পরিক সহযোগিতা বাড়াতে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
পরে ডিএসইর চেয়ারম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্যরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান, কমিশনার, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, দেশটির সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমের প্রধান নির্বাহী, সেন্ট্রাল কাউন্টার পার্টির প্রধান নির্বাহী, কলম্বো স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।
শ্রীলংকার কলম্বোতে পুঁজিবাজারবিষয়ক আয়োজনে অংশ নিতে যাওয়া ডিএসই প্রতিনিধিদলে আরও রয়েছেন সংস্থাটির পরিচালক শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি. রোজারিওসহ শীর্ষ কর্মকর্তারা।
আরএ