সিকান্দার’-এর বক্স অফিস সংগ্রহ: তিন দিনে কত আয়?

গত রোববার (৩০ মার্চ) ঈদের আগের দিন মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি ছবিটি।

মুক্তির প্রথমদিন বক্স অফিসে ছবিটি মাত্র ২৬ কোটি টাকা আয় করতে পেরেছে। তবে ৩ দিনে টুকটুক করে বিশ্বজুড়ে আয়ের নিরিখে ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সালমানের নতুন সিনেমা।

নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, সালমান খান অভিনীত সিকান্দার ছবিটি মুক্তির পর মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দার ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ্বজুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়।

যদিও সচনিল্কের তরফে প্রকাশ্যে আনা তথ্য কিন্তু অন্য কথা বলছে। তাদের দাবি, মঙ্গলবার সিকান্দার ১৯ কোটি ৫০ লাখ টাকাই মাত্র ঘরে তুলতে পেরেছে। ফলে তৃতীয় দিনের আয়ের পর সালমানের ছবির মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ্বজুড়ে আয়ের পরিমাণ হল ১২৩ কোটি ৭৫ লাখ টাকা।

যদিও দুই তরফে হিসেবের বিস্তর ফারাক নিয়ে সন্দেহ থাকলেও, সহজেই বলা যায়- সালমান খানের ছবি হিসেবে খুবই দুর্বল ব্যবসা করছে সিকান্দার। ভাইজানের এর আগের ছবিগুলো বা আরও ভালো করে বললে ইদের সময় মুক্তি পাওয়া ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে।

তবে যাই হোক, শো আর নির্মাতাদের দেওয়া হিসেব অনুযায়ী সিকান্দার ছবিটি যে মাত্র তিনদিনেই লাল সিং চাড্ডা ছবিটির আজীবনের ব্যবসাকে ছাপিয়ে যেতে পেরেছে সেটা বলাই যায়।

লাল সিং চাড্ডা বক্স অফিসে মোট ১৩৩ কোটি টাকা আয় করেছিল। আমির খানের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা এটি। যা তার বাজেটকেও টপকাতে পারেনি। শুধু তাই নয়, পরবর্তীতে ছবিটি যখন ওটিটিতে মুক্তি পায় তখনও তেমনভাবে কেউ সেটিকে দেখেনি।

প্রসঙ্গত, সিকান্দার ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই সিনেমায় সালমান খান ছাড়াও থাকছেন রাশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ। 

আরএ

Share this news on:

সর্বশেষ

img
নিশোর মুখে শাকিবের প্রশংসা, যা বলছে নেটিজেন Apr 03, 2025
img
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক Apr 03, 2025
img
সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা Apr 03, 2025
img
ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া Apr 03, 2025
img
মুম্বাইয়ে জনসমুদ্রের মুখে বিপাকে রণবীর, উদ্ধার করল পুলিশ Apr 03, 2025
img
শুটিংয়ের কাজে কেনা কাপড় দিয়েই ঈদ কাটতো: কুসুম শিকদার Apr 03, 2025
img
যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখবে Apr 03, 2025
img
এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড Apr 03, 2025
img
ওসির বিরুদ্ধে সংবাদকর্মীদের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে বললেন ফখরুল Apr 03, 2025
img
এবার নাচ নয়, শুধু ‘টাচ’, উর্বশীর ঘোষণা Apr 03, 2025