আফগানিস্তানকে শিগগিরই সুখবর দেবেন পুতিন

আফগানিস্তানকে খুব শিগগিরই সুখবর দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির শাসকগোষ্ঠী তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে। এরই মধ্যে রুশ বিচারিক আদালত এ বিষয়ে কাজ শুরু করেছেন। একটি নতুন আইনও পাস করা হয়েছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
তাস জানিয়েছে, তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্প্রতি রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিস দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সোমবার আদালত এক বিবৃতিতে জানান, আগামী ১৭ এপ্রিল ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বলা হচ্ছে, আদালতের গ্রিন সিগন্যাল পেলেই আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের ওপর থেকে বিরাট এক পাথর নেমে যাবে। এতে দুই দশক আগে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ হওয়া তালেবানদের কপাল খুলে যেতে পারে। রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যিক ও সামরিক চুক্তি ও অংশীদারিত্বে তাদের আর কোনো বাধা থাকবে না।

এর আগে গেল বছর একটি আইন পাস করে রাশিয়া। ওই আইন অনুযায়ী, যে কোনো সংগঠনের আনুষ্ঠানিক সন্ত্রাসী তালিকা সুপ্রিম কোর্ট স্থগিত করতে পারে। ২০০৩ সালে তালেবানদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রাশিয়া। এ ধরনের সংগঠনের সঙ্গে যে কোনো যোগাযোগ রুশ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

তবে ২০২১ সালের আগস্টে তালেবান ফের আফগানিস্তানের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মস্কোর নীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে তালেবান প্রতিনিধিদল মস্কো আয়োজিত বিভিন্ন ফোরামে অংশ নেয়। এমনকি আফগান ও রুশ কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের বৈঠকেও অংশ নিতে দেখা যায়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অজয়ের জন্মদিনে কি উপহার দিলেন আলিয়া Apr 03, 2025
img
এক দশক পর মালয়েশিয়া নিখোঁজ বিমানের অনুসন্ধান বন্ধ করার ঘোষণা Apr 03, 2025
img
শাকিব খানকে বলবো প্লিজ, এটা নিয়ে মনে কষ্ট রাখবেন না: নিশো Apr 03, 2025
img
হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিবৃতি: সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার অভিযোগটি ভিত্তিহীন Apr 03, 2025
img
ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় তেল–গ্যাস নেই যে কারণে Apr 03, 2025
img
খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই : আব্দুস সালাম Apr 03, 2025
img
বাড়তি ভাড়া নেওয়ায় হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা Apr 03, 2025
img
গাজায় গত দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে Apr 03, 2025
img
রাজশাহীতে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মিছিল, চরম উত্তেজনা Apr 03, 2025
কৌশানীর চরিত্রে দেখা গেছে অ্যাঞ্জেলিনার ছায়া Apr 03, 2025