টলিউডের প্রিয় ‘এজেন্ট সাই’ আবারো ফিরছে বড় পর্দায়
মোজো ডেস্ক 10:31PM, Jul 05, 2025
নাভীন পোলিশেট্টির জনপ্রিয় চরিত্র ‘এজেন্ট সাই শ্রিনিভাস অত্রেয়া’ আবারো বড় পর্দায় আসতে চলেছে। প্রথম ছবির দর্শকপ্রিয়তা ও সাফল্যের পর টলিউডে এই সিক্যুয়েলের ঘোষণা ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। পরিচালক আরএসজে স্বরূপ ও প্রযোজক রাহুল যাদব নক্কা আবারও একসাথে কাজ করবেন বলে জানা গেছে।
প্রথম ছবি ছিল এক চতুর বুদ্ধিমত্তার কমেডি-থ্রিলার, যেখানে ছোট শহরের গোয়েন্দার সঙ্গে রহস্যময় একটি মৃতদেহের তদন্তের কাহিনী দর্শকদের মুগ্ধ করেছিল। নাভীনের দারুণ কমিক টাইমিং আর ছবির ইউনিক টোন এটিকে কাল্ট ক্লাসিকের তকমা এনে দিয়েছিল।
সিক্যুয়েলটি এবার আরও বড় আকারে আসবে, বাজেট ও গল্পের পরিধি উভয়ই বৃদ্ধি পাবে বলে ভক্তরা আশা করছেন। নতুন চরিত্র, গভীর তদন্ত এবং ঐ বুদ্ধিদীপ্ত হাস্যরসের মিশেল যেন আগের মতোই দর্শকদের মন জয় করে নেয়—এটাই প্রত্যাশা।
যখন নাভীন আবারও ট্রেঞ্চ কোট পরে পর্দায় ফিরে আসছেন এবং সঙ্গে আছেন পরিচালক আরএসজে স্বরূপ, তখন নিশ্চিতভাবেই একটি বুদ্ধিদীপ্ত ও বিনোদনঘন রোলারকোস্টার আসছে। টলিউডের এই প্রিয় গোয়েন্দা এবার নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত—আর দর্শকরাও অপেক্ষায় রয়েছেন সেই উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য।