এক বছর আগে, কৃতি স্যানন অভিনীত Crew সিনেমাটি মুক্তি পায়, যা নারীকেন্দ্রিক সিনেমার সংজ্ঞা নতুন করে গড়েছিল।
কৃতি স্যানন চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যা রানা, একজন এয়ার হোস্টেস, যিনি স্বপ্ন দেখে তার স্যালারির চেয়ে বড় কিছু অর্জন করবেন। কৃতির মতে, "ও একজন স্টুডেন্ট, টপার... আমি নিজেও এমনই ছিলাম।"
Crew সিনেমাটি প্রমাণ করেছে যে, নারী-কেন্দ্রিক সিনেমা শুধু পুরুষ বিরোধিতা বা স্লোগানধর্মী নয়, বরং একটি ভালো গল্প দিয়েই তিনজন নারী সিনেমা টেনে নিতে পারে। কৃতি বলেন, "গল্পটা ভালো হলেই হল—নায়ক-নায়িকা কে, সেটা বড় কথা নয়।"
বর্তমানে, কৃতি স্যানন একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করছেন। তার পরবর্তী সিনেমা Tere Ishk Mein-এ ধানুশের সঙ্গে জুটি বাঁধছেন। Mimi থেকে Crew এবং এখন Do Patti — কৃতি স্যানন প্রতিটি চরিত্রে নতুন সংজ্ঞা তৈরি করছেন, যেখানে গল্পই প্রধান।
আরএ