আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটারের স্বজনদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ

২০২৫ আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোহাম্মদ শামি। ম্যাচ খেলতে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করছেন তিনি। এরই মধ্যে উত্তর প্রদেশের আমরোহায় একটি প্রতিষ্ঠানের অর্থ তছরুপের অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

জেলা পর্যায়ে তদন্তের পর মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (এমজিএনআরইজিএ) প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতির অভিযোগ এসেছে। এখানে শামির আত্মীয়-স্বজন জড়িত বলে স্থানীয় কর্মকর্তারা গতকাল দাবি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট নিধি গুপ্তা ভাটস গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, উত্তর প্রদেশের আমরোহায় এমজিএনআরইজিএর টাকা-পয়সা বণ্টন নিয়ে জালিয়াতির অভিযোগ প্রমাণিত। নিধি বলেন, ‘স্থানীয় কর্মকর্তাদের তদন্তে প্রকাশিত হয়েছে যে এমএনআরজিইএ প্রতিষ্ঠানে ১৮ ব্যক্তি কাজ না করেই টাকা তুলেছেন। অভিযুক্তদের মধ্যে আছেন শামির বোন সাবিনা, সাবিনার স্বামী গজনভি, সাবিনার শ্বশুরবাড়ির তিন ব্যক্তি আমির সুহেইলম নাসরুদ্দিন, শেখু এবং গ্রামপ্রধান গুল আয়েশার ছেলেমেয়েরা।’

গুল আয়েশা বর্তমানে আমরোহা গ্রামের প্রধান ও শামির বোনের শাশুড়ি। তিনিই এমএনআরইজিএ প্রতিষ্ঠানের অর্থ জালিয়াতিকাণ্ডের মধ্যমণি বলে ধরে নেওয়া হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট নিধি বলেন, ‘প্রতারকেরা ২০২১-এর জানুয়ারিতে এমজিএনআরইজিএর জব কার্ডে নাম নিবন্ধন করেছেন। কোনো কাজ না করেই ২০২৪-এর আগস্ট পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন।’ নয়ছয় হওয়া তহবিল পুনরুদ্ধার ও গ্রামপ্রধানের ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের ছাঁটাইয়ের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক পুলিশি প্রতিবেদন ও ‘পঞ্চায়েত রাজ অ্যাক্ট’-এর অধীনে পদক্ষেপ নিতেও বলা হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমে এমজিএনআরইজিএর অর্থ নয়ছয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই তদন্ত করা হয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের গত সপ্তাহের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪-এর আগস্ট পর্যন্ত শামির বোন সাবিনা তুলেছেন ৭১০১৩ রুপি আর সাবিনার স্বামী গজনভি ব্যাংক থেকে ৬৫ হাজার রুপি উঠিয়েছেন। প্রাথমিক তদন্তে গ্রাম উন্নয়ন কর্মকর্তা (ভিডিও), সহকারী প্রোগ্রাম কর্মকর্তা (এপিও), অপারেটর, গ্রামপ্রধান ও গ্রামপ্রধানের ঘনিষ্ঠজনদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। পরবর্তীতে আরও তদন্ত হবে।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
‘শীঘ্রই’ বিশ্ব ফুটবলে ফিরবে রাশিয়া, আশাবাদী ফিফা সভাপতি Apr 04, 2025
img
বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু Apr 04, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক একটি ‘জাতীয় সংকট’ : জাপানি প্রধানমন্ত্রী Apr 04, 2025
img
ট্রাম্পের শুল্ক বৃদ্ধি, আইফোনের দাম হতে পারে প্রায় ৩ লাখ Apr 04, 2025
img
ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পেয়ে হট্টগোল, যুবদল নেতাকে শোকজ Apr 04, 2025
img
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৩ জন নিহত, শিশুসহ হতাহত ৩২ Apr 04, 2025
img
ঋণের শর্ত পর্যালোচনার জন্য আগামীকাল ঢাকায় আসছে আইএমএফ মিশন Apr 04, 2025
img
তামিমের অনুপস্থিতিতে মোহামেডানের অধিনায়ক হচ্ছেন যিনি Apr 04, 2025
img
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আপিল বিভাগের দুই বিচারপতি Apr 04, 2025
img
একাধিক মসজিদে আজান শোনা গেলে উত্তর দেবেন যেভাবে Apr 04, 2025