এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। পরিবারের সম্মতিতে এমন সিদ্ধান্ত। বিষয়টি এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি।
১০ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা। যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আজিজুলের। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সেই এসএসসি পরীক্ষায় বসছেন না। কারণ সে সময় যুব দলের শ্রীলংকা সফর রয়েছে।
আজিজুলের নেতৃত্বে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ১৭ বছর বয়সি এই ক্রিকেটার বিপিএলে তেমন সুবিধা করতে না পারলেও গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আছেন দারুণ ফর্মে। সময়টা তাই ক্রিকেটেই কাজে লাগাতে চান তিনি।
এ মাসে বাংলাদেশ যুব দল যাবে শ্রীলংকা সফরে। ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৬ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ, শেষ হবে ৮ মে। পাঁচ ম্যাচের সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বান্টোটায়।
এমআর/এসএন