ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মিত্র দেশ রাশিয়া। একই সময়, রাশিয়া সতর্ক করে দিয়ে জানিয়েছে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা করা হয়, তবে এর ফলে মারাত্মক ফলাফল হতে পারে। আজ বৃহস্পতিবারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন।

এর আগে, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন। এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া।

মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘‘পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য।’’

‘‘বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এসব হুমকি একেবারে গ্রহণযোগ্য নয়।’’

পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো ইউরেনিয়ামের উচ্চ মজুতের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গড়ে তোলার গোপনীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ইরান কাজ করছে বলে অভিযোগ তুলেছে। যদিও তেহরান বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল বেসামরিক পারমাণবিক জ্বালানি শক্তি কর্মসূচি নিয়ে কাজ করছে।

তেহরান বলেছে, তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক জ্বালানির উদ্দেশ্যে।

চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া এবং ইরান ‘‘ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’’ স্বাক্ষর করে। যদিও সেই চুক্তিতে পারস্পরিক কোনও প্রতিরক্ষার শর্ত নেই। তবে চুক্তি অনুযায়ী, যদি এক পক্ষ আক্রান্ত হয়, তাহলে অন্য পক্ষ আক্রমণকারীকে সহায়তা করবে না।

ইরানকে দেওয়া মার্কিন হুমকির নিন্দা জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। লাইফ ম্যাগাজিনকে তিনি বলেছেন, ইরানের ওপর হামলা হলে তা মধ্যপ্রাচ্যে বিস্তৃত উন্মুক্ত সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

‘‘এই হামলার পরিণতি, বিশেষ করে যদি পারমাণবিক অবকাঠামোতে হামলা হয়, তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে।’’


আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল্লু অর্জুনের নায়িকা হতে চান না প্রিয়াঙ্কা! Apr 10, 2025
img
নীরবতা অনেক সময় সোনার চেয়েও দামি : প্রেস সচিব Apr 10, 2025
img
প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা Apr 10, 2025
img
প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ Apr 10, 2025
img
৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফলাফল : শিক্ষা উপদেষ্টা Apr 10, 2025
img
গাজায় অভিযানে আপত্তি, ৯৭০ জন বিমানবাহিনীর সদস্যকে বহিষ্কারের হুমকি দিল ইসরায়েল Apr 10, 2025
img
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Apr 10, 2025
img
ট্রাম্পের শুল্ক শিথিলতার ইঙ্গিতেই শেয়ার বাজারে ঝড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় সর্বোচ্চ রেকর্ড Apr 10, 2025
img
বেনাপোল থেকে ৪ ট্রাক রপ্তানি পণ্য ফেরত এসেছে Apr 10, 2025
img
চীনের দিকে তাকিয়ে ট্রাম্প, বললেন ‘শি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমানদের একজন’ Apr 10, 2025