বনবাসই বলা চলা একে। ১৪ বছর অভিনয় থেকে দূরে সেলিনা জেটলি। মন দিয়ে সংসার করেছেন। সন্তান সামলেছেন। দূরে থাকলেও ভোলেননি বলিউডকে। মায়ানগরীর ভাল-মন্দ ছুঁয়ে গিয়েছে তাঁকে। তিনি নিজের মতো করে প্রায় প্রতিটি ঘটনা নিয়ে মতামত জানিয়েছেন সমাজমাধ্যমে। সেই তিনি হঠাৎ শিরোনামে।
বলিউড অভিনেত্রী নাকি শীঘ্রই বলিউডে ফিরছেন! খবর চাউর হতেই আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সেলিনা বার্তা পাঠিয়েছেন, “আমি বিদেশে বেড়াতে গিয়েছি। ফলে, ফোনে কথা বলতে পারছি না।” এর পরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি সত্যিই অভিনয়ে ফিরছেন? এত বছর পরে ফিরছেন তিনি।
হিন্দি ছবির দুনিয়া অনেক বদলে গিয়েছে। সেই ধারা মেনে কী ধরনের ছবিতে দেখা যাবে তাঁকে? সহ-অভিনেতা, পরিচালক কারা? সেলিনা অবশ্য পুরোটা খোলসা করেননি। বার্তায় জানিয়েছেন, দেশে ফিরে তিনি সংবাদিকদের মুখোমুখি হবেন। তখনই সবিস্তার জানাবেন।
খবর, যমজ সন্তান ধারণের সময়ের একটি ঝলক সমাজমাধ্যমে শুক্রবার ভাগ করে নেন তিনি। স্মৃতি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানেই এক নেটাগরিক জানতে চান, সেলিনা কবে অভিনয়ে ফিরবেন? জবাবে অভিনেত্রী লেখেন, “খুব তাড়াতাড়ি”। দেখতে দেখতে তাঁর পোস্ট ভাইরাল। সেলিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পেয়ে নড়ে বসে বলিউড। অভিনেত্রীর ঝুলিতে ‘নো এন্ট্রি’, ‘আপনা সপনা মানি মানি’র জনপ্রিয় ছবি। তাঁকে শেষ দেখা গিয়েছে ছোট ছবি ‘সিজ়ন গ্রিটিংস’-এ।
ইউটি/টিকে