ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পেয়ে হট্টগোল, যুবদল নেতাকে শোকজ
মোজো ডেস্ক 05:35PM, Apr 04, 2025
ঈদ পরবর্তী আড্ডায় আমন্ত্রণ না পাওয়ায় জমায়েত বানচাল করার অভিযোগে গাজীপুর জেলা যুবদল কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনকে ৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
আজ শুক্রবার (৪ এপ্রিল) গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ স্বাক্ষরিত নোটিশে এই শোকজ করা হয়। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় দেলোয়ার হোসেন ৮/১০ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে বিএনপি কার্যালয়ে এসে তাকে আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চান। এ নিয়ে হট্টগোল হলে আড্ডা বানচাল হয়ে যায়। এরপর সবাই দলীয় কার্যালয় ছেড়ে চলে যান। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় বিএনপি বিষয়টিকে ভিন্নখাতে নিতে গণমাধ্যমের খবর সঠিক নয় বলে প্রেস বিজ্ঞপ্তি দেয়। এর একদিন পর আজ শুক্রবার দেলায়ার হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হলো।