‘শীঘ্রই’ বিশ্ব ফুটবলে ফিরবে রাশিয়া, আশাবাদী ফিফা সভাপতি

রাশিয়াকে ‘শীঘ্রই’ বিশ্ব ফুটবলে দেখা যাবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার জাতীয় ও ঘরোয়া দলগুলোকে ফিফা এবং উয়েফার যেকোনো প্রতিযোগিতায় নিষিদ্ধ করা রয়েছে।

বৃহস্পতিবার সার্বিয়ার বেলগ্রেডে ৪৯তম উয়েফা কংগ্রেসে ইনফান্তিনো বলেছেন, তিনি আশা করেন যে রাশিয়ার ফুটবলে ফেরা সম্ভব হবে। এর মানে হবে যুদ্ধ শেষ হয়েছে এবং ‘সবকিছু সমাধান হয়েছে’।

ফিফা সভাপতি বলেন, ‘যেহেতু ইউক্রেনে শান্তির জন্য আলোচনা চলছে, আমি আশা করি আমরা শীঘ্রই পরের ধাপে চলে যেতে পারব। রাশিয়াকে ফুটবল দৃশ্যপটে ফিরিয়ে আনতে পারি, কারণ এর মানে, সবকিছু সমাধান হয়েছে।’

‘সেটিকেই স্বাগত জানাতে হবে আমাদের, সেটির জন্যই প্রার্থনা করতে হবে আমাদের। কারণ, ফুটবল মানে এসবই।ফুটবল মানে বিভাজন নয়, ফুটবল মানে ছেলে হোক বা মেয়ে, বা যে যেখানে থাকুক, সবাইকে একতাবদ্ধ করা।’

রাশিয়ার ফেরার জন্য উয়েফা'র নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন, এবং উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বৃহস্পতিবার তার অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছেন।

সেফেরিন বলেন, ‘যেমন আমি অনেকবার বলেছি, যখন যুদ্ধ বন্ধ হবে, তখন তাদের ফেরানো হবে।’২০২৩ সালের সেপ্টেম্বরে উয়েফা রাশিয়ার অনুর্ধ্ব-১৭ দলগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।কিন্তু পরবর্তীতে সেই প্রস্তাবগুলি প্রত্যাহার করা হয়।

ইউক্রেন ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফ) ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেরার সম্ভাবনাকে নিন্দা জানিয়েছিল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং শান্তি চুক্তি না হলে রাশিয়াকে ফুটবলে ফিরিয়ে আনা উচিত নয় বলে মত প্রকাশ করেছিল।


 এমআর/টিএ


Share this news on: