ঈদকে ঘিরে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই এই গানে মুগ্ধ হয়েছেন এবং কিছু গান এখন মানুষের মুখে মুখে ফিরছে। ৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার গান জায়গা ধরে রেখেছে।
ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে শীর্ষে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার গান ‘চাঁদ মামা’। শাকিব খান অভিনীত এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা।
দ্বিতীয় স্থানে রয়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি। আব্দুন নূর সজল অভিনীত এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, এবং এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা।
এবারের ঈদের সিনেমার গানগুলোর মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি, যা গেয়েছেন প্রীতম হাসান।
এই তিনটি গানের বাইরে ঈদ সিনেমার আর কোনো গান ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে জায়গা করতে পারেনি।
এসএস