সম্প্রতি সলমন খানের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলিউড থেকে সমর্থন না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। বলিউড বাবল এর সাথে সাক্ষাৎকারে সলমন বলেছেন, "এটা হয়তো তারা মনে করে যে, আমার এসবের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই তো প্রয়োজন হয়।"
‘সিকন্দর’ মুক্তির পর শুরুতেই বিভিন্ন ধরনের রিভিউ পাওয়ার পরও সলমন খানের স্টার পাওয়ারকে অস্বীকার করা যায় না। ছবিটি মাত্র তিন দিনেই ৮৫ কোটি টাকার আয় প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও সলমন খান পর্দায় নিজের প্রতিভা দেখাতে সক্ষম হয়েছেন।
সালমন খান তার সহকর্মীদের সমর্থন করেছেন। সানি দেওল যেমন তার ছবি ‘জাঠ’ এর জন্য সলমনের ছবি প্রচার করেছেন, তেমনি আমির খানও একটি প্রচারমূলক ভিডিওতে অংশগ্রহণ করেছেন। তবে বলিউডের অধিকাংশ তারকাই ‘সিকন্দর’ ছবি নিয়ে নীরব রয়েছেন।
‘সিকন্দর’ ছবির মারকাটারি অ্যাকশন দৃশ্যে সালমন খানকে তার চিরাচরিত প্রতিভা উন্মোচন করতে দেখা গেছে। News18 Showsha এই ছবিকে ৩.৫ স্টার রেটিং দিয়েছে এবং সলমনের প্রতিভার প্রশংসা করেছে, তার সংলাপ বলাই হোক কিংবা স্টান্ট পারফরম্যান্স, সবই ছিল নজরকাড়া।
‘সিকন্দর’ মুক্তির কয়েকদিন আগেই মালয়ালম ব্লকবাস্টার ‘এল২: এমপুরাণ’ মুক্তি পেয়েছে এবং এটি রেকর্ড তৈরির পথে রয়েছে। সলমন খান মালয়ালম ছবিরও প্রশংসা করেছেন।
‘সিকন্দর’ ছবির জন্য সালমন খান তার সহকর্মী সানি দেওলের পাশে দাঁড়ালেও, বলিউডের অন্যান্য তারকার সমর্থন দেখা যায়নি। এই ছবির ভবিষ্যত এবং সলমনের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এসএস