ধলেশ্বরীতে অস্ত্র উঁচিয়ে গান বাজনা, ‘কিশোর গ্যাংয়ের’ ১৬ জন আটক

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে এবং দেশি অস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। তারা একটি কিশোর গ্যাং, যার নাম 'ডেঞ্জার গ্যাং'।

বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল দল পুলিশের সহায়তায় অভিযানে বের হয়ে তাদের আটক করে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, আটক ১৬ জনের মধ্যে তিনজন বড় বয়সী, বাকি সবাই অপ্রাপ্তবয়স্ক।

অটকের তিনজন বড় বয়সী সদস্য হলেন হাসেম আলী (২৭), সোহাগ মোল্লা (২০) ও মো. শেখ (২০)। পুলিশ জানায়, প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলশীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে গ্যাংয়ের দুই 'সরদার'কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮টি রাম দা, ৭টি কুড়াল, ছুরি, হকিস্টিক এবং পাইপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন থেকে এই গ্যাংটি এবং আশপাশের এলাকার কিশোররা ট্রলারে করে তুলশীখালী সেতুর আশপাশে ধলেশ্বরী নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশালীন নাচানাচি ও অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা অভিযান পরিচালনা করে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান জানান, "এটি মূলত নৌ পুলিশের কাজ ছিল, তবে সেনাবাহিনীর অভিযান চলাকালে আমরা তাদের সহযোগিতা করেছি।" আটককৃতদের মুন্সীগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


এসএস

Share this news on:

সর্বশেষ

শাহরুখ-সালমানের বাড়িতে রেইড অভিযান হলে যা করবেন অজয় Apr 11, 2025
সিনেমা হলে ছুটে এলেন সিয়াম বুবলি টিম! Apr 11, 2025
স্বপ্নের জীবনসঙ্গী কেমন হবে, জানালেন তৃপ্তি Apr 11, 2025
পুমার সাথে সম্পর্ক শেষ করে বাঙালির ব্যবসায় বিনিয়োগ কোহলির Apr 11, 2025
অধিনায়কত্ব নিতে প্রস্তুত মিরাজ ! জিম্বাবুয়ের সাথে আমরা হোম অ্যাডভান্টেজ পাবো! Apr 11, 2025
উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়ে খুশি নাহিদ রানা! Apr 11, 2025
আইপিএল শেষ রুতুরাজের, ৪৩ বছর বয়সে নেতৃত্বে ফিরলেন ধোনি Apr 11, 2025
বাংলাদেশের খেলতে সম্মতি দিয়েছেন কানাডা প্রবাসী সামিত সোম Apr 11, 2025
img
ক্ষমা চাইলেন আশিক চৌধুরীকে নিয়ে স্ট্যাটাস দেওয়া ছাত্রদলের সেই নেত্রী Apr 11, 2025
আইপিএলে প্রথম ১০০০ বাউন্ডারি হাকানোর রেকর্ড যে ক্রিকেটারের! Apr 11, 2025