হামজার পর আসছে আরও দুই প্রবাসী ফুটবলার

হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উন্মাদনায় অনুপ্রাণিত অন্য প্রবাসী ফুটবলাররা। এবার সাফ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে যোগ দিলেন আরও দুই প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের এলমান মতিন এবং ইতালির আবদুল কাদের।

আগামী ৯-১৮ মে ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ক্লাবে অনুশীলন করেছেন দুই প্রবাসী ফুটবলার। অনুশীলনের পর দুপুরে কমলাপুর স্টেডিয়ামে বাফুফে একাডেমির আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।

ফাহামেদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলেন কাদের। অন্যদিকে এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাবের বয়সভিত্তিক দলের খেলোয়াড়। সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জন ফুটবলারের তালিকা করেছে। অনুশীলনে বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী উপস্থিত ছিলেন। তবে তারা নতুন দুই ফুটবলার নিয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্রে জানা গেছে, এ দুই ফুটবলারের টেকনিক্যাল জ্ঞান ভালো লেগেছে বাফুফের কোচদের। ঢাকার আবহাওয়ায় অনুশীলনের প্রথম দিন তাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হলেও মে মাসে ভারতের অরুণাচলে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। ২০১৩ সালে জামাল ভূঁইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসাবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী লাল-সবুজ জার্সি গায়ে খেলেছেন।

সূত্র আরও জানায়, বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের ট্রায়ালের জন্য ডাকা হতে পারে জুনের শেষ সপ্তাহে। সেখান থেকে সেরাদের বাছাই করে বাংলাদেশ দলে খেলানোর পরিকল্পনা সাজাবে বাফুফে।


এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভিসা সহজীকরণসহ থাইল্যান্ডকে যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা Apr 05, 2025
img
‘শাকিব খান অগ্রজ, আমার কাছে তিনি সবসময় সম্মানের তুঙ্গেই থাকবেন’ Apr 05, 2025
img
নারী সাংবাদিককে মারধরের মামলায় ৩ আসামি কারাগারে Apr 05, 2025
img
রাজকুমার রাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে, মিমি চক্রবর্তী হতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায়! Apr 05, 2025
দেশে কবে উদযাপিত হতে পারে ঈদুল আজহা? Apr 05, 2025
বাংলাদেশি নাগরিকদের ভিসা সহজ করতে থাই প্রধানমন্ত্রীর আশ্বাস Apr 05, 2025
পরিমনি ইস্যুতে সাংবাদিকের সঙ্গে তর্ক পুলিশের Apr 05, 2025
ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা | টাইমস ফ্ল্যাশ Apr 05, 2025
মার্কিন যু'দ্ধ'বি'মা'নে'র ওপর উপসাগরীয় দেশগুলোর নি'ষে'ধা'জ্ঞা Apr 05, 2025
শুল্ক বাড়িয়ে কি বিপদ ডেকে আনলেন ট্রাম্প? Apr 05, 2025