ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয় : মোদি

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে; কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়।’

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের হোটেল সাংগ্রিলা ব্যাঙ্ককে ৪০ মিনিটের বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত আলোচনা তুলে ধরে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধের অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সংবাদমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, তিনি আপনার দেশে থাকাকালে এই ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।’

প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ি করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে; কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়।’

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চপ্রতিনিধি খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ Apr 19, 2025
img
পতন হবে ডলারের, একঘরে হচ্ছে আমেরিকা! Apr 19, 2025
img
ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন Apr 19, 2025
img
ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি Apr 19, 2025
img
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Apr 19, 2025
img
সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৪ Apr 19, 2025
img
শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে: সামান্তা শারমিন Apr 19, 2025
img
আসিফ নজরুলের ওপর ক্ষোভ প্রকাশ করে শিবির নেতার স্ট্যাটাস Apr 19, 2025
img
ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে যোগ দেওয়ার ঘোষণা ছাত্রদল নেতার Apr 19, 2025
img
জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতা Apr 19, 2025