সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : যুবদল নেতা জুয়েল

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল কুষ্টিয়ার দৌলতপুরে একটি আলোচনা সভায় বক্তব্য প্রদান করেছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার "মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা" এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এবং তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে আহ্বান জানান। শরীফ উদ্দিন জুয়েল জাতীয়তাবাদী দলের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, “মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে।”

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় শরীফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, তাই ডিসেম্বরের মধ্যে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে।”

এছাড়া, আলোচনা সভায় তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয় এবং দৌলতপুরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।

এসএস

Share this news on: