বলিউড সুপারস্টার সালমান খানের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার হাতে দেখা গিয়েছে গেরুয়া রঙের একটি বিশেষ ঘড়ি, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এই বিশেষ ঘড়িটির নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’, যা তৈরি করেছে বিশ্বখ্যাত বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। এটি অযোধ্যার রাম জন্মভূমি স্পেশাল এডিশন হিসেবে লঞ্চ করা হয়েছে সালমান খানের হাত ধরে। ঘড়িটির ডিজাইনে রাম মন্দির, শ্রী রাম ও হনুমানের প্রতীক স্থান পেয়েছে, যা হিন্দু ধর্মীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত।
আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের কারণে ঘড়িটি ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। তবে রাম মন্দিরের ডিজাইন যুক্ত থাকায় অনেকেই সালমানের এই ঘড়ি পরার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।
জানা গেছে, এই বিশেষ সংস্করণের ঘড়িটির মূল্য প্রায় ৩৪ লাখ রুপি। বিলাসবহুল ঘড়ির দুনিয়ায় জ্যাকব অ্যান্ড কোং একটি বিখ্যাত ব্র্যান্ড, যা সাধারণত সীমিত সংস্করণের ব্যয়বহুল ঘড়ি তৈরি করে। তাদের গ্রাহকদের মধ্যে হলিউড তারকা, বিশিষ্ট ব্যবসায়ী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা রয়েছেন।
এসএস