ঈদের ছুটির বিরতির পর আবারও জমে উঠছে দেশের ঘরোয়া ক্রিকেট। আগামী রোববার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। তবে এই রাউন্ড থেকে মোহামেডানের হয়ে আর দেখা যাবে না তামিম ইকবালকে।
রমজানের এক ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। ফলে এবার তার অনুপস্থিতিতে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
মোহামেডানের তারকাবহুল দলে নেতৃত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তাওহীদ হৃদয়। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শিগগিরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় তিনিও আর বিবেচনায় নেই।
দলের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমকে বলেন, ‘তাওহীদেরই সম্ভাবনা সবচেয়ে বেশি। তামিম যখন অনুপস্থিত ছিলেন, তখন সে বেশ ভালোভাবে দলকে সামলেছে।’
এই মৌসুমে প্রতিটি ম্যাচকেই মোহামেডান দেখছে গুরুত্বপূর্ণ হিসেবে। শিপন বলেন, ‘একটা ম্যাচ হারলেই অনেক পিছিয়ে পড়তে হবে। আমাদের লক্ষ্য সুপার লিগে উঠা এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া।’
অবশ্য তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে তরুণ হৃদয়ের নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর আশা করছে মোহামেডান শিবির। এখন দেখার বিষয়, মাঠে সেই নেতৃত্ব কতটা সফল হয়।
এসএস