ছোট পর্দায় দীর্ঘদিন অভিনয়ের পর ২০২৩ সালের কোরবানির ঈদে 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। প্রথম সিনেমার মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। দুই বছর পর আবারও সিনেমা নিয়ে হাজির হয়েছেন নিশো এবং এবারও তার প্রতিদ্বন্দ্বী সেই শাকিব খান।
এবারের ঈদে শাকিব খানের দুটি সিনেমা 'বরবাদ' ও 'অন্তরাত্মা'র সঙ্গে মুক্তি পেয়েছে নিশো অভিনীত চলচ্চিত্র 'দাগি'। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিশো এসব বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ২০২৩ সালে যেটা ঘটেছিল, তা ছিল ভুল বোঝাবুঝি।
নিশো আরও বলেন, "সে সময় যেটা হয়েছিল, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। কাউকে অসম্মান করে বা কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা কখনোই আমার নেই। শাকিব খান অগ্রজ, আমার কাছে তিনি সবসময় সম্মানের জায়গায় থাকবেন।"
এছাড়া, শাকিব খানের সিনেমাগুলোর জন্য শুভকামনা জানিয়ে নিশো বলেন, "আমি ঈদের অন্যান্য সিনেমার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং 'দাগি' সিনেমার পাশে থাকারও আহ্বান জানাচ্ছি সবার কাছে।"
এসএস