আইপিএলের এবারের আসরেও খুব একটা ভালো অবস্থায় নেই মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর এক ম্যাচ জিতলেও গতকাল ফের হারের মুখ দেখেছে। গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ১২ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। হারের পর সব দায় নিজের কাঁধেই নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক।
পার জায়ান্টসের বিরুদ্ধে বল হাতে দারুণ পারফর্ম করেন হার্দিক। মুম্বাই অধিনায়ক ৩৬ রানে ৫ উইকেট নিলেও ব্যর্থতার বোঝা ঘাড়ে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময় ব্যর্থ হয়েছেন তিনি। তিলক বর্মার রিয়াটার্ড আউটের সিদ্ধান্তের জন্যও সমালোচিত হয়েছেন তিনি।
আসরের তৃতীয় ম্যাচ হারের পর মুম্বাইয়ের অধিনায়ক বলেন, ‘ম্যাচ হারলে সব সময়ই হতাশ লাগে। সত্যি বলতে ফিল্ডিং করার সময় আমরা ১০-১২ রান অতিরিক্ত দিয়েছি। শেষ পর্যন্ত সেই রানটাই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ফিল্ডিং আর একটু ভাল হওয়া উচিত ছিল আমাদের।’
এদিকে বল হাত ৫ উইকেট নেওয়ার বিষয়ে হার্দিক বলেন, ‘বল করাটা সব সময়ই উপভোগ করি। আমার বলে খুব বেশি বৈচিত্র নেই। পিচের চরিত্র বুঝে বল করার চেষ্টা করি। কার্যকর বল করার চেষ্টা করি। উইকেট নেওয়ার জন্য বাড়তি কিছু চেষ্টা করি না। ব্যাটারের ভুল করার অপেক্ষায় থাকি। তেমনই একটা দিন কাটাতে পেরেছি বল হাতে।’
তবে দল হিসেবে মুম্বাইয়ের ব্যাটিং ভালো হয়নি বলেই জানিয়েছেন হার্দিক। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ভাল হয়নি। দলগত ব্যর্থতা বলা যায়। আমাদের খামতি ছিল। আমরা দল হিসাবে যেমন জিতি, তেমনই দল হিসাবেই হারি। লখনউ ম্যাচে ব্যর্থতার দায় অধিনায়ক হিসাবে সম্পূর্ণ আমি নিচ্ছি।’
এদিকে তিলকের রিটায়ার্ড হার্ট হওয়ার বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হার্দিক বলেন, ‘জেতার জন্য আমাদের তখন চার-ছয় দরকার ছিল। কিন্তু তিলকের ব্যাটে-বলে হচ্ছিল না ঠিকমতো। ক্রিকেটে এমন এক একটা দিন আসে, যখন কিছুই ঠিকঠাক হয় না। সে জন্যই আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
এসএম/এসএন