নিউজিল্যান্ডে হতাশার এক সফর শেষ করল পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে তাও একটা ম্যাচ জিতেছিল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হতে হলো তাদের। এরপর দলটির ক্রিকেটার খুশদিল শাহ অনাকাঙ্ক্ষিত কারণে এলেন শিরোনামে। সমালোচনা সহ্য করতে না পেরে তিনি তেড়ে গেলেন সমর্থকের দিকে।
আজ মাউন্ট মঙ্গানুইয়ে ৪২ ওভারের ম্যাচে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে ২২১ রানে। বাবর আজম ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রানে নেন ৫ উইকেট। পাকিস্তান অলআউট হয়ে যায় ৪০ ওভারে।
এই হারের ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও তারা হেরেছে ৪-১ ব্যবধানে।এই হারের পরই ঘটনাটা ঘটান খুশদিল। পাকিস্তানি এই অলরাউন্ডার মাঠে ভক্তদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তৃতীয় ওয়ানডেতে হারের পর কিছু সমর্থক বাউন্ডারি লাইনে সমালোচনা করছিলেন তার আর পাকিস্তান দলের।
এতেই মেজাজ হারান তিনি। এক পর্যায়ে এক নিরাপত্তাকর্মীকে এগিয়ে এসে তাকে শান্ত করতে হয়। সেই মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এবং তা ইতোমধ্যেই ভাইরাল হয়ে যায়।
মাঠের পারফর্ম্যান্স তো ছিলই, সঙ্গে সমর্থকদের প্রতি রোষও দেখা গেল দলের। পাকিস্তানি শিবিরের ওপর চাপটা বেশ ভালোভাবেই বুঝা যাচ্ছে এখন।
এমআর/এসএন