২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’ দিয়ে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। তবে মডেলিংয়ের মাধ্যমে তার আগে থেকেই পরিচিতি তৈরি হয়েছিল।
তামিলের পাশাপাশি তেলুগু সিনেমায়ও কাজ শুরু করেন পূজা, এবং ২০১৪ সালে প্রথম তেলুগু ছবিতে অভিনয়ের সুযোগ পান। বলিউডে নাম লেখানোর ইচ্ছা ছিল তার, এবং ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদারো’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখেন। এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। এরপর বলিউডে একাধিক সিনেমায় তার উপস্থিতি দেখে সিনেমাপ্রেমীরা প্রশংসা করতে শুরু করেন।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটি তামিল ছবি থেকে নাকি বাদ পড়েছিলেন তিনি। আরও জানান, অভিনয় জগতে এত বছর কাটিয়ে ফেললেও আজও প্রযোজকরা প্রত্যাখ্যান করেন তাকে।
পূজা বলেন, 'একটি তামিল ছবির নায়িকার চরিত্রে অডিশন দিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাকে মনোনিত করলেও পরে অদ্ভুত এক কারণে বাদ দেন। তাদের মতে ওই চরিত্রের তুলনায় আমার বয়স অনেক কম, বয়সে খুব ছোট বলেও কথা শোনান। সে কারণেই ছবিটি থেকে বাদ পড়ি। এরপর জানতে পারি, ওরা ওদের পছন্দ মতো অভিনেত্রী পেয়ে গেছেন। শুটিংও শুরু করেছে।'
এসএস