গ্রিন কার্ডের স্বপ্নভঙ্গ, বিয়ে করে যুক্তরাষ্ট্রে যাওয়া আর সহজ নয়

মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কিছু কঠোর পরিবর্তন এনেছে, যা বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার আবেদনকারীদের জন্য আবেদনপত্র হালনাগাদ করা হয়েছে, সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে এবং আর্থিক তথ্যের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।

মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানিয়েছে, গ্রিন কার্ডধারীদের স্থায়ীভাবে বসবাসের অধিকার তখনই থাকবে, যখন তারা কোনো আইন ভঙ্গ না করে এবং নিয়মিত কর পরিশোধ করে। তবে, নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের আয়, সম্পত্তি, ঋণ এবং সরকারি সহায়তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এছাড়াও, আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্স এবং দক্ষতার তথ্যও জানতে চাওয়া হয়েছে।

ইমিগ্রেশন আইনজীবী র‍্যাচেল আইনবান্ড নিউজউইককে জানান, এই পরিবর্তনগুলো মূলত “ভয় দেখানোর কৌশল” হিসেবে কাজ করতে পারে, যাতে কম আয় বা শিক্ষা না থাকা ব্যক্তিরা আবেদন করতে নিরুৎসাহিত হন।
তিনি আরও বলেন, বিবাহ সূত্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকারের প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময় স্থগিত করা হয়েছিল।

এই পরিবর্তনের ফলে, বাংলাদেশি অভিবাসীরা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। বিশেষ করে, যাদের আর্থিক অবস্থা দুর্বল বা শিক্ষাগত যোগ্যতা কম, তাদের জন্য এই নিয়মগুলো একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ইউএসসিআইএস-এর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের জন্য যারা অভিবাসন সুবিধা চান, তারা যেন জননিরাপত্তার জন্য হুমকি না হন, জাতীয় নিরাপত্তার ক্ষতি না করেন বা ক্ষতিকর মার্কিন-বিরোধী আদর্শ প্রচার না করেন, তা নিশ্চিত করার জন্য কঠোর স্ক্রিনিং এবং যাচাইকরণ ব্যবস্থা বাস্তবায়ন করতে ইউএসসিআইএস প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, আগামী ৮ এপ্রিল গ্রিন কার্ডধারী ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট মাহমুদ খলিলকে অপসারণের জন্য অভিবাসন বিচারকের সামনে হাজির করা হবে। তার বিরুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানানোর অভিযোগ আনা হয়েছে।
আইনজীবীরা আশঙ্কা করছেন, ট্রাম্প প্রশাসন আরও কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করতে পারে, যার মধ্যে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তথ্য চাওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই পরিস্থিতিতে, বাংলাদেশী অভিবাসীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এফপি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
জাগুয়ার ল্যান্ড রোভার যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি সাময়িকভাবে বন্ধ করল Apr 06, 2025
img
মহাকাশে রকেট যাবে রোজ! মাস্কের চিন্তা বাড়াচ্ছে চিনা প্রযুক্তি Apr 06, 2025
img
যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে অর্ধেকের বেশি শুল্ক কমাতে পারে বাংলাদেশ Apr 06, 2025
img
‘লুঙ্গি লুক’ নিয়েও ফ্যাশনের শিরোনামে প্রিয়াঙ্কা, স্কার্টের দাম শুনে হুঁশ উড়ে যাবে! Apr 06, 2025
img
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এলো মার্চে Apr 06, 2025
img
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার Apr 06, 2025
img
প্রভাস ও সানি দেওলের বিশেষ সাক্ষাৎ—রামায়ণ ঘিরে বাড়ছে উত্তেজনা! Apr 06, 2025
img
মৌলবাদ’ শব্দের ব্যবহার নিয়ে হেফাজতের আপত্তি, বিএনপিকে সতর্ক থাকতে অনুরোধ Apr 06, 2025
img
শ্রদ্ধা কাপুরের হাসি ডাইনির মতো, মন্তব্য করে বিপাকে প্রযোজক Apr 06, 2025
img
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন Apr 06, 2025