কাজল অভিনীত হরর ফিল্ম ‘মা’ জুন ২৭ শুক্রবার মুক্তি পায়। মাত্র চার দিনে এই ছবির বক্স অফিস আয় জানুয়ারিতে মুক্তি পাওয়া কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’র চার সপ্তাহের বক্স অফিস কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ জুন ৩০ সোমবারের শেষে ১৯.৯০ কোটি কামিয়েছে। এদিকে ১৭ জানুয়ারি মুক্তি পাওয়া ‘ইমার্জেন্সি’ চার সপ্তাহে করেছিল ১৮.৩৫ কোটির ব্যবসা।
কাজল অভিনীত ‘মা’ এক মা-মেয়ের গল্প। বাংলার চন্দ্রপুর বলে এক গ্রামে এক জমিদারবাড়িতে এক মেয়ের জন্ম হয়। সেই জমিদার তৎক্ষণাৎ সেই মেয়ের বলি দেয়। জমিদার ছিল মা কালীর ভক্ত। তার বিশ্বাস এই মেয়েকে বলি দিলেই মা কালির সবচেয়ে বড় প্রতিপক্ষ, দানব রক্তবীজকে ধরাশায়ী করা যাবে।
তার ৪০ বছর পরে শুভঙ্করের (ইন্দ্রনীল) ওই গ্রামে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার স্ত্রী অম্বিকা (কাজল) এবং তাদের ১২-বছর-বয়সি মেয়ে শ্বেতা (ঝেজিন শর্মা) চন্দ্রপুরে চলে আসে। তারপরে অম্বিকার জীবনে যে সব অলৌকিক ঘটনা ঘটতে থাকে তা হলো ছবির বিষয়বস্তু।
‘ইমার্জেন্সি’-র গল্প কী?
১৯৭৫-এর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা ঘোষিত জরুরি অবস্থাকে ঘিরে অভিনেত্রী তথা পরিচালক কঙ্গনা ‘ইমার্জেন্সি’ গঠন করেন। ছবিতে ইন্দিরার ভূমিকায় ছিলেন কঙ্গনা। ১৯৮৪তে তার বডিগার্ডের হাতে নিধন হওয়া পর্যন্ত চলে ছবির গল্প। অনুপম খের বিরোধী নেতা জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় ছিলেন।
ইউটি/টিকে