‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারা দেশের ১২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দাপটের সঙ্গে চলছে ছবিটি। বড় বাজেট আর আয়োজনের এই ছবি বানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চলছে ছবিটির রমরমা ব্যবসা।

দর্শকের চাপে হিমশিম খেতে হচ্ছে হল মালিকদের।

এদিকে গতকাল শুধু মাল্টিপ্লেক্সেই ‘বরবাদ’-এর ৬৬টি শো প্রদর্শিত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদয়। তাঁর ভাষ্য, “দেশের সব মাল্টিপ্লেক্সে আজ ‘বরবাদ’-এর শো এখন পর্যন্ত ৬৬টি।

সব কটি হাউসফুল। শো চলবে মধ্যরাতেও। অনেকে টিকিট না পেয়ে হতাশ হচ্ছে! ‘বরবাদ’ চারদিকে শাসন করছে।”

ঈদের ছবিতে চাঙ্গা হয় হলগুলো। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ‘বরবাদ’ ঘিরে দর্শকের আগ্রহ এতটাই বেশি যে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ছবিটির লেট নাইট শো-ও (মধ্যরাতের প্রদর্শনী) চলছে। এ ছাড়া হলগুলোতে টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হলেও দর্শক ভিড় করছে, ছবি দেখছে। বেশির ভাগ দর্শকের কাছ থেকে মিলছেও ইতিবাচক প্রতিক্রিয়া।
ফলে ক্রমেই ছবিটির আবেদন বাড়ছে।

প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’। এতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। যিনি এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ হয়েছিলেন। ছবিটিতে আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, পশ্চিমবঙ্গের যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

এসএন 

Share this news on: