রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

সৌদি আরবের ফুটবলে নিজের নাম লেখানোর পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের জৌলুস শেষ ধরে নিয়েছিলেন। কিন্তু তাদের ভুল প্রমাণ করে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। সে ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল দুটিই তিনি করেছেন দ্বিতীয়ার্ধে।

লিগে ৭ ম্যাচ ও সব মিলিয়ে আল হিলালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ জয় না পাওয়া আল নাসর অবশেষে জয়ের দেখা পেল গতকাল রাতে ২০২১ সালের ডিসেম্বরের পর।
শুক্রবার (৪ এপ্রিল) কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই গোলের সূচনা করে আল-নাসর। আলি আল হাসান দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন।

সেই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। বিরতির পর মাঠে খেলা ফিরলে মাত্র দুই মিনিটের মাথায় সাদিও মানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও হাল না ছাড়ার মানসিকতায় ৬২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড দিয়ে গোল শোধ করেন আল বুলাইলি।

তবে ম্যাচের ৮৮তম পেনাল্টি পেয়ে যায় আল নাসর। প্রথমে রেফারি সাড়া না দিলেও ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আল-নাসর। স্পট কিক থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘এই জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গোল করেছি, এটা ভালো লাগার, তবে তার চেয়েও বড় বিষয় হলো জয়। আমি কেবল রেকর্ড নিয়ে ভাবি না। সৌদি লিগ এবং চ্যাম্পিয়নস লিগে দলকে সাহায্য করতে কাজ করি আমি।’

এই জয়ের ফলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে আল-নাসর। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৩ পয়েন্ট ও শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে। শনিবার আল-ইত্তিহাদ খেলবে আল-আহলির বিপক্ষে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ৪০ দেশের বিনিয়োগকারী Apr 06, 2025
img
আমিরাতের সহযোগিতায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব : ক্রীড়া উপদেষ্টা Apr 06, 2025
img
নেপোটিজম নয়, লড়াই দিয়েই আসল সফলতা অর্জন করতে হয় : নীল নিতিন মুকেশ Apr 06, 2025
img
‘আলো আসবেই’ গ্রুপে নাম জড়িয়ে প্রতিবেদন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নায়িকার Apr 06, 2025
ঈদে ৩২% সড়ক দুর্ঘটনার নেপথ্যে ব্যাটারিচালিত রিকশা Apr 06, 2025
আজকের জন্য ইনকাম বন্ধ Apr 06, 2025
যেভাবে কাটছে বিডিআর পরিবার গুলোর দিন Apr 06, 2025
কোন দলের জনপ্রিয়তা বেশি, বিএনপি–জামায়াত নাকি এনসিপি? Apr 06, 2025
img
৯ মাসে ৬ দেশের বিপক্ষে ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ Apr 06, 2025
‘যে সরকারেই ক্ষমতায় থাকুক ক্রীড়া ক্ষেত্রটা ক্রীড়ানুরাগীদের হাতে থাকা উচিত’ Apr 06, 2025