‘আলো আসবেই’ গ্রুপে নাম জড়িয়ে প্রতিবেদন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নায়িকার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর থেকেই চাপের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা। এমনকি সামাজিকমাধ্যমেও কটাক্ষের মুখে পড়ছেন অনেকেই। সেই আন্দোলনে শিল্পীদের মধ্যে পক্ষ-বিপক্ষ দুটি দল লক্ষ্য করা গেছে। এর মধ্যে বিপক্ষ দলটি ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে।

সরকার পতনের পর সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তখনকার ক্ষমতাসীন সরকারের অনুসারী তারকারা।  

সম্প্রতি বেসকারি টেলিভিশনের এক প্রতিবেদনে ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে অভিনেত্রী আইরিন সুলতানার নাম জড়িয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিনেত্রী। সংবাদ প্রচারের পর এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। 

অভিনেত্রীর দাবি, আটকের পরই কেন সোহানা সাবাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়েছিল?’ শিরোনামের সেই রিপোর্টে তার নাম জড়ানো অনাবশ্যক ও বিভ্রান্তিকর। কেন তাকে ফ্যাসিষ্টের সঙ্গে জড়ানো হয়েছে?  অতি সম্প্রতি নাগরিক টিভি নামক ইউটিউব চ্যানেলে কে বা কারা

উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমি নাকি বিগত ফ্যাসিবাদ সরকারের কুখ্যাত ‘আলো আসবেই’হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলাম। তাদের পক্ষে কাজ করেছি। আন্দোলনের শুরু থেকেই তিনি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। 

সামাজিকমাধ্যম এক পোস্টে তথ্য-প্রমাণ যোগ করে তিনি লিখেন, আন্দোলনের সময় নানাভাবে আমি আন্দোলনের পক্ষেই সোচ্চার ছিলাম। সরকারের নির্বিচার গণহত্যার বিরুদ্ধে।

জীবনে কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত ছিলেন না জানিয়ে অভিনেত্রী লিখেন, আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে কখনও সম্পৃক্ত নই। আগেও ছিলামও না। অতএব যে বা যারাই আমাকে নিয়ে এমন ভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের বিরুদ্ধে আমি আইনত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও যোগ করেন, ‘আলো আসবেই’ গ্রুপে আমার কোনো সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ যদি উপস্থাপন করতে না পারে। তাহলে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে আমার কাছে নিস্বার্থ্য ক্ষমা চাইতে হবে। দুঃখ প্রকাশ করতে হবে।

সবশেষ তিনি লিখেছেন, যদি তারা ক্ষমা না চাই তাহলে ওই বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেল সহ সংশ্লিষ্ট সবার নামে মানহানী মামলা দায়ের করবেন।

 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পাউবোর অতিরিক্ত প্রকৌশলী সফি উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Apr 08, 2025
img
ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর-লুটপাটে চার মামলা, গ্রেপ্তার ৫৬ Apr 08, 2025
img
ড. ইউনূস নির্মোহভাবে কাজ করছেন, ম্যাজিক দেখাচ্ছেন : মান্না Apr 08, 2025
img
ম্যাক্স ও তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Apr 08, 2025
img
বরবাদ’ নিয়ে শাকিবের শৌর্য, আরও এক ধাপ উপরে কি উঠল তার অভিনয়? Apr 08, 2025
img
বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান Apr 08, 2025
img
‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ Apr 08, 2025
img
অগ্নিদগ্ধ পবন কল্যাণের ৮ বছরের পুত্র Apr 08, 2025
img
‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব! Apr 08, 2025
img
অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা বহিষ্কার Apr 08, 2025