ট্রাম্পের শুল্কের ধাক্কায় এক দিনে কত সম্পদ কমল মাস্ক, জাকারবার্গ, বেজোসদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষে শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আর তাতেই বিশ্বের শীর্ষ ৫০০ ধনী এক দিনে মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি এক দিনে চতুর্থ বৃহৎ পতন। কোভিড–১৯ মহামারির পর এত বড় পতন আর হয়নি।ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে, ব্লুমবার্গ যাঁদের সম্পদের হিসাব রাখে, তাঁদের অর্ধেকেরও বেশি ব্যবসায়ীর ভাগ্যের পতন ঘটেছে এদিন। গড়ে তাঁদের ৩ দশমিক ৩ শতাংশ সম্পদ হ্রাস পেয়েছে।

সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেররা। মেটাপ্রধান মার্ক জাকারবার্গ ও অ্যামাজনপ্রধান জেফ বেজোসের সম্পদ কমেছে সবচেয়ে বেশি।যুক্তরাষ্ট্রের বাইরে যে অল্প কয়েকজন ধনকুবের ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব থেকে রক্ষা পেয়েছেন, তাঁদের একজন কার্লোস স্লিম। তিনি মেক্সিকোর শীর্ষ ধনী।

গত বুধবার ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তালিকায় নেই মেক্সিকোর নাম।

ট্রাম্পের সেদিনের শুল্কের খাঁড়া থেকে বেঁচে যাওয়ার পর গত বৃহস্পতিবার মেক্সিকোর অন্যতম প্রধান শেয়ারবাজার মেক্সিকান বোলসার সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। এতে স্লিমের সম্পদ এক দিনে ৪ শতাংশ, অর্থাৎ ৮ হাজার ৫০০ কোটি ডলার বেড়েছে।

মধ্যপ্রাচ্য একমাত্র অঞ্চল, যেখানে ব্লুমবার্গের সম্পদের সূচকে থাকা ব্যক্তিদের সম্পদ বৃহস্পতিবার কমেনি।

মার্ক জাকারবার্গ
ডলারের হিসাবে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটির শেয়ারের দাম ৯ শতাংশ কমে গেছে। এতে মেটার প্রধান নির্বাহী জাকারবার্গ ১ হাজার ৭৯০ কোটি ডলার খোয়ান, যা তাঁর মোট সম্পদের ৯ শতাংশ।

জেফ বেজোস
বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারের দাম ৯ শতাংশ পড়ে যায়, ২০২২ সালের এপ্রিলের পর এটা কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বড় পতন। এর ফলে প্রযুক্তি খাতের এই কোম্পানির প্রতিষ্ঠাতা বেজোস তাঁর ব্যক্তিগত মোট সম্পদ থেকে ১ হাজার ৫৯০ কোটি ডলার খোয়ান।

ইলন মাস্ক
এ বছর এখন পর্যন্ত টেসলা সিইও ইলন মাস্ক ১১ হাজার কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর সম্পদ কমেছে ১ হাজার ১০০ কোটি ডলার। পণ্য সরবরাহে বিলম্ব ও ট্রাম্প প্রশাসনে মাস্কের বিতর্কিত ভূমিকার কারণে পুঁজিবাজারে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার শেয়ারের দাম হ্রাস পাচ্ছে।

আর্নেস্ট গার্সিয়া
ব্যবহৃত গাড়ি বিক্রির কোম্পানি কারভানা-এর সিইও আর্নেস্ট গার্সিয়া বৃহস্পতিবার ১৪০ কোটি ডলার হারিয়েছেন। এদিন কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশ কমে যায়।

টোবিয়াস লুটকা
কানাডার ই-কমার্স কোম্পানি সপিফাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও টোবিয়াস লুটকা বৃহস্পতিবার তাঁর সম্পদ থেকে ১৫০ কোটি ডলার হারিয়েছেন, যা তাঁর মোট সম্পদের ১৭ শতাংশ। টরন্টোতে সপিফাইয়ের শেয়ারের দাম ২০ শতাংশ পড়ে গেছে।

বার্নার্ড আর্নল্ট
ট্রাম্প গত বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের ওপর নতুন করে সব পণ্যে ফ্ল্যাট ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে মদ ও বিলাস পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানিতে ধাক্কা লাগবে, সে কথা জানাই ছিল। ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কায় বৃহস্পতিবার প্যারিসে আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের পতন হয়েছে। ইউরোপের শীর্ষ ধনী আর্নল্টের নিট সম্পদ থেকে ৬০০ কোটি ডলার কমে গেছে।

ঝ্যাং সুংওয়ান
চীনা জুতা তৈরির কোম্পানি হুয়াই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ঝ্যাং সুংওয়ানের সম্পদ থেকে বৃহস্পতিবার ১২০ কোটি ডলার কমে গেছে। যা তাঁর মোট সম্পদের ১৩ শতাংশ। ট্রাম্প চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করছেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক আরও কয়েকটি জুতা প্রস্তুতকারী কোম্পানির শেয়ারের দামও বৃহস্পতিবার পড়ে গেছে।



এমআর/এসএন



Share this news on:

সর্বশেষ

img
ভুলভাবে ডাবের পানি খেলে হতে পারে মৃত্যু! Apr 06, 2025
img
সংস্কার নিয়ে আগামীকাল এবি পার্টির সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন Apr 06, 2025
img
শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই : প্রধান বিচারপতি Apr 06, 2025
img
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি Apr 06, 2025
img
আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি Apr 06, 2025
img
তারকা দম্পতির বিচ্ছেদের ঘোষণা, এরপর বললেন ‘প্র্যাঙ্ক’ করেছেন Apr 06, 2025
img
শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা Apr 06, 2025
img
মাকে নির্যাতন, সন্তানদের হাতে প্রাণ গেল বাবার Apr 06, 2025
img
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত Apr 06, 2025
img
সালমান-সঞ্জয় একসঙ্গে বড়পর্দায়, আসছে ‘গঙ্গা রাম’ Apr 06, 2025