প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই। সব কিছু বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই আসবে। এটা একটি চলমান প্রক্রিয়া।’
রবিবার (৬ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থিত শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘এখনো ইনভেস্টিগেশন চলছে। এটির সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই। আমার যতটুকু সম্ভব, আমি দেখব।’
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।পরে প্রধান বিচারপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন।
এ সময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন এবং ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত সাহসিকতার ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনে আবেগাপ্লুত হন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে জাতির গৌরবময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের স্মরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ